রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিলেও অবরোধ চলছে। ফলে পরিবহণ চলাচল বন্ধ থাকার পাশাপাশি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি।
রোববার দুপরের রাঙ্গামাটির পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে করা হয়েছিলো শনিবার।
এদিকে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে হতাহতের ঘটনার পর ডাকা অবরোধে দুই বন্ধ রয়েছে পরিবহণ চলাচল। খোলেনি দোকানপাট-মার্কেট।
বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা-র ডাকা শনিবার থেকে চলছে ৭২ ঘণ্টার অবরোধ। পাশাপাশি চলছে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট।
এতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকার সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার অবরোধের সময় খাগড়াছড়ির বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
বুধবার একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়। সেখানে আরো তিনজন নিহত হন।
সংঘর্ষের জের ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতেও। বহু দোকানপাট, বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা হয়। দেয়া হয় আগুন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় ১৪৪ ধারা। শনিবার স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যান।
Leave a Reply