অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাকালে সংকট এড়াতে এবং চাকরি রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
সোমাবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন,করোনা তাণ্ডব এবং যুক্তরাষ্ট্রে নাগরিকদের জন্য কাজ রক্ষার স্বার্থে আমি অস্থায়ীভাবে অভিবাসন স্থগিত করার জন্য একটি নির্বাহি আদেশ সাক্ষর করব। তবে কবে থেকে এ অভিবাসন প্রক্রিয়া বন্ধ হচ্ছে এ বিষয়ে এখনো মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সীমান্তের নজরদারির বিষয়ে মেক্সিকো ও কানাডার সাথে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে মেক্সিকো সীমান্তের অভিবাসীদের কমপক্ষে ১ মাস প্রবেশের কোন প্রকার অনুমতি দেওয়া হবে না।
Leave a Reply