বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে গাড়িহামলায় নিহত অন্তত ১৫, সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই, শীতে কাবু রংপুরের জনজীবন জনস্বার্থের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের ট্রেড সার্ভিস দিতে ব্র্যাক ব্যাংকের ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট চালু ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন ২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

কাউখালীতে ত্রান না পাওয়ায় মহিলা মেম্বারের পরিবারে উপর হামলা।  নিহত ১ গ্রেফতার ২

  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪, ১২.০২ এএম
  • ৭৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরর কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড এলাকায় ত্রান না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে ইউপি মহিলা সদস্য পরিবারের উপর দফায় দফায় হামলা চালায়। এই হামলায় ইউপি সদস্য খাদিজা বেগম এর ভাশুর আব্দুল রব গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে এলে অবস্থা গুরুতর দেখে ডাক্তার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ২জুন  রবিবার সকাল ১০ ঘটিকায় হাসাপাতালে তিনি মারা যান। ২ পক্ষের সংঘর্ষে আহত আরো ৮ জন কাউখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরা হলেন উপজেলা নিলতী গ্রামের মোঃ মকবুল হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার, একই পরিবারের সেলিম হাওলাদার, আলম হাওলাদার, একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আসিক হাওলাদার, মজিবর হাওলাদারের ছেলে লিমন হাওলাদার। অপরপক্ষের নিলতী গ্রামের আব্দুল হাই সরদার সোলায়মান সরদার, সুভাষ ঘোষ এর ছেলে সঞ্জিব ঘোষ এবং সঞ্জয় ঘোষ আহত হন। মামলার এজাহার ও এলাকাবাসির সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার পর নিলতী গ্রামের সঞ্জয় ঘোষ ও তার লোকজন নিয়ে একই গ্রামের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার খাদিজা বেগম এর বাড়ীতে গিয়ে ত্রানের কার্ড না পাওয়ার কারণ জানতে চায়। এ সময় মেম্বার খাদিজা বেগম জানায় আমি ১০ কার্ড পেয়েছি। যা অতি দরিদ্রদের মাঝে বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন এই ঘটনার আগে প্রতিপক্ষ সোলায়মান বন্যায় মরে যাওয়া কয়েক শত মুরগী খালের পানিতে ফেলে পানি দূষিত করায় আমি প্রতিবাদ করে ছিলাম। যে কারনে তিনি ক্ষিপ্ত হয়ে কার্ড না পাওয়ার অযুহাতে আমার পরিবারের উপর হামলা করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন করিব বলেন গত রাতে একটি ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। এই ঘটনায় আব্দুল রব (৫৫) মারা যায়। তৎক্ষিনক ভাবে সঞ্জিয় ঘোষ, দিলিপ পাটিকরকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com