রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

সরস্বতী পূজা সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং বিভাগে ধর্মীয় আয়োজনে বিধি নিষেধ

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.১১ এএম
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবার ১৫ টি বিভাগ সরস্বতী পূজা করলেও একাউন্টিং বিভাগের নামে কোন ধরনের ধর্মীয় আয়োজন করতে নিষেধ করা হয়েছে। একাউন্টিং বিভাগের চেয়ারম্যান হারুন অর রশিদ স্বতপ্রণোদিত হয়ে ছাত্র ও শিক্ষকদের গ্রুপের মেসেজে এই অভিমত জানিয়ে দেন। গ্রুপে একাউন্টিং এ্রান্ড ইনফরমেশন সিস্টেমস (এ আইএস) বিভাগের চেয়ারম্যান হারুন অর রশিদ মেসেজে লেখেন ‘ আপনাদের জানানো যাচ্ছে যে বিভাগ থেকে কোন ধরনের ধর্মীয় ইভেন্ট আয়োজন করছে না। যদি কেউ বিভাগের নাম ব্যবহার করে তবে সে নিজ দায়িত্বেই করবে। বিভাগ কোন ধর্মীয় অনুষ্ঠানের সাথে সংযুক্ত নয়। ছাত্রদের অংশ হয়ে এটা করা যেতে পারে।

এই বিভাগের ছাত্রদের একটি অংশের তরফে জানা গেছে, তারা এই আদেশে ক্ষুব্ধ। নাম ও পরিচয় গোপন রাখার শর্তে ছাত্ররা জানায়, তারা এর আগে বিভাগীয় প্রধানের কাজে সরস্বতী পূজার জন্য একটি বিভাগীয় অনুদান আনতে গেলে তিনি তাদের ফিরিয়ে দেন। তিনি ছাত্রদের বলেন আমি তোমাদের শুধু নয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফান্ড থেকে কোন ধর্মীয় আয়োজনেই টাকা দিতে পারিনা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সূত্র জানান সব বিভাগ থেকে সরস্বতী পূজা আয়োজনের ৫-১০ হাজার টাকা প্রদান করা হলেও একাউন্টিং বিভাগ থেকে কোন অর্থ প্রদান করা হয়নি। এ ব্যাপারে শিক্ষকবৃন্দ তাকে বুঝিয়েও নিবৃত্ত করতে পারে নি।

ছাত্রদের একটি অংশ জানান, এর আগে বিভাগের পক্ষে অন্যান্য ধর্মীয় আয়োজনে অর্থ খরচের নজির রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে আলোচিত বিভাগীয় প্রধান কোন জাতীয় দিবসে পুস্প স্তবক অর্পন করেন নি। সেখানে তিনি দীর্ঘ দিন ধরে অনুস্থিত থাকেন।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানান, পূর্বে কেন্দ্রীয় ভাবে পূজো হলেও এবার শুধুমাত্র প্রত্যোকটি বিভাগ থেকে এই আয়োজন করা হচ্ছে।

এই বিষয়ে বিভাগীয় প্রধান, এ আইএস, হারন –অর- রশিদ কে বারে বারে ফোন বা মেসেজ দিলেও তিনি সাড়া দেন নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রুটিন দায়িত্বে, মো. বদরুদ্দোজা ভুইয়া জানান, উনি ব্যাক্তিগত ভাবে এটা করতে পারেন না। এবারে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুদান দ্বিগুন করে দিয়েছি, ক্রাম্পাসে আলোক সজ্জা হচ্ছে। উনি কেন এমন করলেন সেটা আমি দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com