ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি
সম্মেলন ২০২৫। শনিবার, ২১ জুন ২০২৫ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই
সম্মেলন শেষ হয়েছে। এই কনফারেন্সের লক্ষ্য ছিল আন্তঃবিভাগীয় কোলাবোরেশন
জোরদার করা এবং বায়োটেকনোলজি গবেষণা ও প্রয়োগের অগ্রগতি তুলে ধরা।
এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. মো. সায়েদুর
রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বিজ্ঞানভিত্তিক অগ্রগতি ও সামাজিক উন্নয়ন
একসাথে এগিয়ে যেতে হবে। মূল প্রবন্ধে তিনি দেশের উঠতি চ্যালেঞ্জসমূহ ও দুর্বল
গবেষণা অবকাঠামো মোকাবেলায় বুদ্ধিমত্তা, সহনশীলতা এবং লক্ষ্যনিষ্ঠ
মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্সেস এর ডিন
প্রফেসর মাহবুবুল আলম মজুমদার বলেন, বাস্তব সমস্যা সমাধানে জীববিজ্ঞান,
প্রযুক্তি ও কম্পিউটেশনাল সক্ষমতা এখন একসাথে কাজ করছে।
ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, এই কনফারেন্স
ব্র্যাক ইউনিভার্সিটির ফলপ্রসু গবেষণার মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি প্রচেষ্টার
একটা অংশ। আমাদের উদ্দেশ্য হলো মেধাপাচার রোধ করে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক
চর্চার একটি সক্রিয় পরিবেশ তৈরি করা।
এই কনফারেন্সটি আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডেটা অ্যান্ড
সায়েন্সেস এর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস এর
বায়োটেকনোলজি প্রোগ্রাম। এই কনফারেন্সের আরেকটি প্রধান লক্ষ্য
হলো—সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বায়োটেকনোলজির রূপান্তরমূলক
ভূমিকা তুলে ধরা।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার জনেরও বেশি খ্যাতনামা বিজ্ঞানী,
গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থী এই কনফারেন্সে অংশ নিয়েছেন। এর মাধ্যমে
অ্যাকাডেমিয়া, জনস্বাস্থ্য, ইন্ডাস্ট্রি ও শিক্ষা খাতের মধ্য আলোচনা, সমন্বয় ও
জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
এই সম্মেলনের উল্লেখযোগ্য বিষয় ছিল দুটি প্লেনারি সেশন। এর প্রথমটি হলো “ফ্রম
বেঞ্চ টু ব্রেকথ্রুস: অ্যা লাইফটাইম জার্নি ইন বায়োটেকনোলজি”। শুক্রবার এই
প্লেনারি সেশনটি অনুষ্ঠিত হয়। এতে কৃষি বায়োটেকনোলজি ও মেডিকেল ফিজিক্স ও
পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রের গবেষকরা তাদের গবেষণা ও আবিষ্কারের গল্প
তুলে ধরেন।
শনিবার অনুষ্ঠিত হয়েছে “রিইমাজিনিং বায়োটেক: বিল্ডিং স্টার্টআপস, এসএমই’স
অ্যান্ড প্রাইভেট সেক্টর পাথওয়েস ফর বায়োটেক গ্র্যাজুয়েটস” শীর্ষক দ্বিতীয়
প্লেনারি সেশন। আবিষ্কৃত নতুন জ্ঞান ও প্রযুক্তিকে কীভাবে উদ্ভাবন ও উদ্যোগের
মাধ্যমে ফলপ্রসু সমাধানে পরিণত করা যায় সেই ব্ষিয়ে এই সেশনে আলোচনা করা
হয়েছে
আন্তর্জাতিক এই সম্মেলনে বায়োটেকনোলজির বহুমাত্রিক প্রয়োগ নিয়ে আলোচনার
জন্য ১৪টি থিমেটিক ট্র্যাক নির্ধারণ করা হয় যেখানে ছিল ১০০টির বেশি গবেষণা
প্রেজেন্টেশন। কনফারেন্সে আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য
ছিল—স্বাস্থ্যসেবায় উদ্ভাবন, কৃষিভিত্তিক বায়োটেকনোলজি, পরিবেশ টেকসইতা ও
কম্পিউটেশনাল বায়োলজি।
সম্মেলনে আরও ছিল একটি পোস্টার প্রেজেন্টেশন প্রদর্শনী। এখানে শিক্ষার্থী ও
নবীন গবেষকরা তাদের গবেষণাকর্ম প্রদর্শনের সুযোগ পেয়েছেন। এই প্ল্যাটফর্মের
মাধ্যমে তারা অভিজ্ঞ গবেষকদের সঙ্গে মতবিনিময় করতে পেরেছেন এবং নিজেদের
গবেষণা দক্ষতা ও চিন্তাধারাকে আরও সমৃদ্ধ করেছেন।
শনিবার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কনফারেন্স শেষ
হয়েছে। পুরস্কার বিতরণী পর্বে বায়োটেকনোলজি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য
সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব
বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সগীর আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির
ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস বিভাগের চেয়ারপারসন ড. মো. ফিরোজ
এইচ হক।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান দেন এই কনফারেন্সের আহ্বায়ক ও ব্র্যাক
ইউনিভার্সিটির বায়োটেকনোলজি প্রোগ্রামের ডিরেক্টর ড. মুনিমা হক ।
Leave a Reply