পিরোজপুর প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুনের’ প্রভাবে পিরোজপুর জেলা সহ কাউখালী উপজেলার উপকূলীয় এলাকায় গত সোমবার দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ও হালকা বাতাস বইছে।
কাউখালী উপজেলা প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২টি সাইক্লোন সেন্টার কাম প্রাইমারি, ১৬টি দ্বিতল প্রাইমারি, ১৭টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরো বলেন ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সকল চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক সকলকে দুর্যোগ মোকাবেলায় নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলার সকল আশ্রয়কেন্দ্র পরিষ্কার–পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। সেখানে পর্যাপ্ত শুকনা খাবার, পানি, আলো, শিশুখাদ্য, ওষুধ, স্যালাইন, শৌচাগার প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলার যারা নদীর তীরবর্তী দুর্যোগপ্রবণ এলাকায় বসবাস করছে, তাদের আশ্রয়কেন্দ্রে আসতে বলা হয়েছে।
প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ভোলা ও তার অদূরবর্তী দ্বীপ-চরগুলো ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।
আগামীকাল বুধবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।
Leave a Reply