শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা মেডিকেল দুর্ভোগের নাম সার্জারী ওয়ার্ড আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু র‍্যাব ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না : যুক্তরাষ্ট্র সবুজবাগের মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত আগামী ২৪ মে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু শেখ হাসিনা’র প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন : সেতুমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ৫যাত্রী নিহত

হাজার হাজার গার্মেন্টস শ্রমিক ছুটছেন কর্মস্থলে

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৯.০২ এএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

করোনার ভয়াবহতা রুখতে দেশব্যাপী লকডাউন চলছে। দু’জনের বেশী জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে হাজার হাজার । মালিকদের টেলিবার্তা কাল গার্মেন্টস খুলছে। কাজে যোগ দিতে হবে। এই বার্তা পাবার পর শ্রমিকরা করোনার প্রচণ্ড ঝুঁকি মাথায় নিয়ে যাচ্ছেন কাজে যোগ দিতে। গাদাগাদি করে তারা ফিরছেন। গন্তব্য গাজীপুর। বেশীরভাগ কারখানা গাজীপুর অঞ্চলেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়েই কেউ যাচ্ছেন ট্রাকে, কেউ যাচ্ছেন ভ্যানগাড়িতে। কেউ যাচ্ছেন পায়ে হেঁটে। বরিশাল অঞ্চলের শ্রমিকরা আসছেন লঞ্চে।

বিজিএমইএ ও বিকেএমইএ এর নেতারা বলছেন, কারখানা চালুর ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই। এটা সম্পূর্ণ মালিকদের উপর। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। কোন কোন ক্ষেত্রে জরিমানাও করছে। এরমধ্যেই গার্মেন্টস শ্রমিকদের এই মিছিল দেখে সাধারণ মানুষ হতবাক কারণ তারা ঘরে বন্দি দিনের পর দিন।

ওদিকে ঢাকায় হঠাৎ করেই করোনার প্রকোপ বেড়েছে। গত চব্বিশঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ জন। এরমধ্যে ৮ জনই ঢাকার। ২টি শিশুও আক্রান্ত হয়েছে। রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে করোনায় আরো ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বলেছেন, ঢাকায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুজন বিদেশ ফেরত। বাকিরা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন করোনার মৃত্যুর আশংকা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায় এসব রিপোর্ট অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত। জাতিসংঘের ফাঁস হওয়া একটি প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে খবর বের হয়েছে, করোনায় বাংলাদেশে ২০ লাখ লোকের প্রাণহানী ঘটবে।

ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে করোনায় অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com