মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সন্দেহভাজন দুই করোনা রোগী একজন রিক্সা চালকের ছেলে এবং অন্য জন সিঙ্গাপুর প্রবাসী। এ ঘটনায় আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা মেডিক্যাল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২রা এপ্রিল) রাতে, তাদের নমুনা সংগ্রহ করা হয়। ঐ সকল বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।
এ বিষয় উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সাইদ হোসেন সোহাগ,এবং ডাঃ ফাইজুর রহমান জানান, করোনা আক্রান্ত সন্দেহ করাহয়েছে একটি শিশু এবং সিঙ্গাপুর প্রবাসী একজন মোট দুই জনকে সন্দেহ করা হয়েছে বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে আছে।
তালতলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সেলিম মিঞা বলেন,পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে পরিবারের অন্যান্য সদস্যদের ও নমুনা সংগ্রহ করা হবে।
Leave a Reply