বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বসম্মতিক্রমে এই দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলমের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রতীক নোঙর এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রতীক একতারা।
এর আগে এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি বা আপত্তির বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তখন দল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে বলে জানা যায়। পরে নির্বাচন কমিশন এসব অভিযোগ শুনানি করে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৬ জুলাই নির্বাচন কমিশনের এক সভায় এই দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর বিধি ৩ অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০ (ক) এর অধীন নিবন্ধন করতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোকে গত বছরের ২৯ আগস্টের মধ্যে নিবন্ধনের জন্য দরখাস্ত জমা দেওয়ার আহ্বান করে ওই বছরেরই ২৬ মে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
পরে এই আবেদনের সময় গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। নির্ধারিত সময়ে মোট ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। পরবর্তীতে ২টি দল তাদের আবেদন প্রত্যাহার করে নেয়।
প্রাথমিক যাচাই বাছাইয়ে ৭৯টি দল প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায়, তাদের আবেদন নাকচ হয়ে যায়। আর নিবন্ধনের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয় ১২ টি দলকে। সেখান থেকে যাচাই বাছাই করে বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply