আসাদুজ্জামান মাসুদ : করোনা ভাইরাসের কারণে অনেকটা মৃত্যুকূপে পরিণত হয়েছে ইতালি ও স্পেন। বাতাসে ভাসছে লাশের গন্ধ ইতালির পর সবচেয়ে বিপদজনক দেশ স্পেন। সেখানকার বাসা গুলো থেকে মৃত অবস্থায় বেশ কয়েকজন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বব্যাপী ১৯৫ টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গতকাল প্রর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৩৫৫ জন এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৭৪ জনের।
এর মধ্যে শুধু ইতালিতে মৃত্যু হয়েছে ৬৮২০ জনের। স্পেনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮০০ জনের। ক্রমশই বেড়ে চলেছে মৃত্যুর মিছিল, ইতালির বিভিন্ন মহলের গুরুত্বপূর্ন ব্যক্তিদের মন্তব্য ইতালি সরকারের উদাসীন মনোভাবই এর প্রধান কারণ। এছাড়াও জনসাধারণ ছিল চরম উদাসীন, জনসাধারণ লকডাউন না মেনে সকাল-সন্ধ্যা ঘুরে বেরিয়েছে আড্ডা দিয়েছেন অনেকেই,করোনাভাইরাস কে পাত্তাই দেয়নি তারা বুঝতেই পারেনি রোগের ভয়াবহতা।
এরই ফলে সংক্রমণ ছড়াতে ছড়াতে এমন জায়গায় পৌঁছে যায় যে বিনা নোটিশে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। স্কুল কলেজ বন্ধ পেয়ে জনসাধারণ ছুটির মুডে থেকে রেস্তোরাঁ, শপিংমল,বাজার গুলোতে সময় কাঁটাতে থাকে আড্ডা দিতে থাকে। আর এই অবহেলার কারণেই মাত্র এক মাসে ৬০ হাজারের মত মানুষ করনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী হতাশায় ভেঙে পড়ে টুইটারে লিখেছেন আমরা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমরা শারীরিক ও মানসিক ভাবে মারা গেছি আর কি করতে হবে তা আমরা জানিনা,পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে এখন একমাত্র সমাধান আকাশের কাছে।
তার এ বক্তব্য বিশ্ববাসীকে নাড়া দিয়েছে অপরদিকে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন অবসরকালীন হোমে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে যে রকম আচরণ করা হচ্ছে তা নিয়ে কঠোর অনমনীয় হবে সরকার। নির্দিষ্ট স্থানে পরিদর্শনে গিয়ে সেনাবাহিনীর কিছু বয়স্ক ব্যক্তিকে পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় এমনকি কয়েকজনকে তাদের বিছানায় মৃত অবস্থায় পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা জানিয়েছেন স্বাভাবিক পরিস্থিতিতে এইসব কারণে মৃত বাসিন্দাদের দেহগুলো শেষকৃত্যের জন্য সংগ্রহ না করা পর্যন্ত কোল স্টোরেজে রাখা হয় কিন্তু যখন মৃত্যুর কারণ করোনাভাইরাস বলে সন্দেহ করা হয় তখন উপযুক্ত পোশাকে সজ্জিত শেষকৃত্য কর্মীরা না আসা পর্যন্ত এসব মৃতদেহ তাদের বিছানায় রেখে দেওয়া হয়।
Leave a Reply