আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে গত সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধু কন্যা।
Leave a Reply