বর্তমান বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক আর উৎকণ্ঠা। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বের ১৯৭ টি দেশে আঘাত হেনেছে। শুধুমাত্র দেশটিতেই গত ৩ মাসে আক্রান্ত হয় প্রায় ৮১ হাজার ২১৮ জন। আর মারা যায় ৩ হাজার ২৮১ জন।
ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, মাত্র ৩ মাসেই বিশ্বের ১৯৭ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এতে আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ২২ হাজার ৮২৯ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯০৭ জনের।
পুরো বিশ্বে বর্তমানে প্রায় ২ লাখ ৯৪ হাজার ৮২০ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে ১৩ হাজার ৯৫ জনের অবস্থা গুরুতর। চিকিৎসায় সারা বিশ্বের প্রায় ১ লাখ ৯ হাজার ১০২ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Leave a Reply