সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় কলাম্বিয়ার কারাগারে দাঙ্গায় ২৩ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০, ২.৩২ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার কলাম্বিয়ার একটি কারাগারে দাঙ্গায় ২৩ জন নিহত হয়েছে। এদিকে চিলিতে জনগণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে চিলি করোনাভাইরাস সংকট মোকাবিলায় সর্বশেষ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলো। খবর এএফপি’র।
কলাম্বিয়ার রাজধানী বোগোটায় ভাইরাস আতঙ্ক বেড়ে যাওয়ায় কারাগারটিতে দাঙ্গা বেধে যায়।
দেশটির আইনমন্ত্রী কাবেলো এই সহিংসতাকে পলায়নের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই দাঙ্গা বন্দিদের সমন্বিত পরিকল্পনার একটি অংশ। তিনি আরো বলেন, সারাদেশের ১৩টি কারাগারে এ ধরনের পরিকল্পনা নেয়া হয়।
কারাগারের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এ দাঙ্গার সৃষ্টি হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর এমন অভিযোগ মন্ত্রী প্রত্যাখান করেন।
এদিকে চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মনালিচ বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বর্তমান পরিস্থিতিতে দেশব্যাপী রাত ১০ টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
এ পর্যন্ত চিলিতে করোনাভাইরাসে ৬৩২ জন আক্রান্ত এবং এক জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com