সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফজলুর রহমান বাবুর বিপরীতে অভিনয়ে সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ ভাঙ্গায় প্রণোদণা কর্মসূচীর আওতায় প্রান্তিক  কৃষকদের মাঝে  গম বীজ -সার বিতরণ

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গা নাগরিককের যাবজ্জীবন

  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৯.০৪ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
এই মামলায় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় প্রদান করেন।
মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এই সময়ে ট্রলারটির চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে ৮ জনকে আটক করতে সক্ষম হন। এসময় প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার করে মোট দুই লাখ ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় কোস্টগার্ডের এক সদস্য বাদী হয়ে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারি কর্মকর্তা ২০২০ সালের ২ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট জমা দেন। ২০২১ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে বিচার (চার্জগঠন) শুরু হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুরে বিচারক মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

-(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com