আরো তিন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
এদিকে, ঢাকা বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শরীরের তাপমাত্রা বেশি থাকায় গত ২৪ ঘণ্টায় বিমান বন্দর থেকে ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ২ জন সৌদি আরব থেকে এবং অপর জন মালয়েশিয়া থেকে ফিরেছেন। বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান সাংবাদিকদের তথ্য জানিয়ে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যারা করোনা প্রবণ দেশগুলো থেকে ফিরিবেন তাঁদের ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। সরকার বিদেশ থেকে ফিরে আসা প্রবাসীদের পুনরায় সতর্ক করেছেন যে তাঁরা হোম কোয়ারান্টাইনের নির্দেশনা না মানলে আইনুগ ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ করোনা ভাইরাসের কারনে শনিবার থেকে ক্লাব আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন রাজধানী ঢাকার রাস্তা প্রায় জনশূন্য থাকলেও ব্যস্ততা দেখা যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এবং দোকানে।
Leave a Reply