বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ যানবাহন সংক্রান্ত ৫৩টি সেবার মধ্যে ৫১টি সেবার মূল্য বাড়িয়েছে। এরমধ্যে ১২টি সেবার মূল্য শতভাগের বেশি বেড়েছে।
১০টি সেবার ক্ষেত্রে নতুন ফি ঠিক হয়েছে। চালক ও বাস সংশ্লিষ্টদের দাবি, এতে বেড়ে যাবে পরিবহন খরচ। তবে বিআরটিএ বলছে, বর্ধিত ফি পরিবহন ভাড়ায় প্রভাব ফেলবে না।
বিআরটিএ-এর তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে সারাদেশে নতুন মোটরযান নিবন্ধন হয়েছে ৫ লাখ ২৩ হাজার। লাইসেন্স দেয়া হয়েছে ৭ লাখ ৮৪ হাজার।
যানবাহনের ফিটনেস নবায়ন করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার। বিআরটিএ গত অর্থবছরে বিভিন্ন ফি বাবদ গ্রাহকের কাছ থেকে আদায় করেছে ৪ হাজার ২০০ কোটি টাকার বেশি।
এ বছর বাড়ানো হলো ৫১টি সেবার ফি। গত ২৭ ডিসেম্বর সেবামূল্য বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নির্ধারিত ফি অনুযায়ী পেশাদার লাইসেন্সের জন্য এখন গুণতে হবে ৪ হাজার ১৫২ টাকা। আগে যা ছিলো ২ হাজার ৫৪২ টাকা।
একইভাবে মোটরবাইকের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ১১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১২ হাজার ২৬৭ টাকা। ১ হাজার ৪০০ সিসির প্রাইভেট কার নিবন্ধন ফি ৪৯ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। ৫২ আসনের বাসের নিবন্ধন ফি বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। বাড়ানো হয়েছে আন্তঃজেলা পরিবহনের চলাচলের অনুমতির ফিও।
তবে বিআরটিএ বলছে, ২০১৪ সালের পর সেবার মূল্য আর বাড়ানো হয়নি। এ ৯ বছরে বিভিন্ন সেবা পরিচালনা ব্যয় বাড়লেও সেবা ফি বাড়ানো হয়নি। এবার যেসব সেবার ফি বাড়ানো হয়েছে তাতে পরিবহন ব্যয় খুব একটা বাড়বে না।
এই সেবা ফি বাড়ানোর ফলে গণপরিবহনের যাত্রী ভাড়ার কোনো প্রভাব পড়বে না বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
Leave a Reply