আল সামাদ রুবেলঃ দারুণ একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল মডেল ও অভিনেতা গৌরব। সম্প্রতি আবারও নতুন একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন তিনি। যেখানে চরিত্রের প্রয়োজনে পাগল এর অভিনয় করতে হয়েছে তাকে। এরই মধ্যে শেষ হয়েছে এর চিত্রায়ণ এবং সম্পাদনার কাজ। আসন্ন এই মিউজিক্যাল ফিল্মটিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দারুণ ফুটিয়ে তুলেছেন মেধাবী এই আগামীর তারকা মডেল ও অভিনেতা।
গৌরব অভিনীত নতুন এই মিউজিক্যাল ফিল্মটির শিরোনাম হলো ‘সাধের পিরিত’। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফারদিন খান। লানজু শামীম এর গীতিকথায় গানটির সুর করেছেন এই গানের শিল্পী ফারদিন খান নিজেই। আর সংগীতায়োজন করেছেন এই প্রজন্মের মেধাবী সঙ্গীত পরিচালক শিবলু মাহমুদ।
নির্মাতা সুমন বাপ্পীর পরিচালনায় মুক্তির অপেক্ষায় থাকা নতুন এই মিউজিক্যাল ফিল্মে গৌরব বিপরীতে অভিনয় করেছেন ভাবনা। এছাড়াও এতে অভিনয় করেছেন আরও অনেকেই।
জানা গেছে যে, প্রযোজনা প্রতিষ্ঠান এল,এস মিউজিক বিডি এর ব্যানারে ‘সাধের পিরিত’ মিউজিক্যাল ফিল্মটি খুব শীঘ্রই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে মডেল ও অভিনেতা গৌরব জানালেন, আমি বরাবরই আমার চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এবারও সেই প্রচেষ্টাই করেছি। আর গানের কথা ও গায়কীও অসাধারণ হয়েছে। আমার বিশ্বাস মিউজিক্যাল ফিল্মটি সকলের মন জয় করে নেবে।
উল্লেখ যে, নতুন বছর উপলক্ষে বর্তমান সময়ের আলোচিত গায়িকা তসিবার কন্ঠে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলের ঘাটে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে অনবদ্য অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন গৌরব। গানটি ইতিমধ্যেই ইউটিউবে ভালো সাড়া ফেলেছে।
Leave a Reply