করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। দেশে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো। মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে তিনি কবে কোথায় মারা গেছেন তা জানানো হয়নি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
প্রফেসর মীরজাদী জানান, দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। শিক্ষার্থীদের অযথা রাস্তায় ঘোরাফেরা না করতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। বলেছে, যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
ঢাকা মেডিকেল কলেজের চারজন চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা মোকাবিলায় প্রয়োজনে অন্য দেশের মতো শাটডাউন করা হবে।
গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য ‘খতমে শেফা’ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত এই ‘খতমে শেফা’য় লাখো মুসল্লি যোগ দেন।
ওদিকে বিশ্বব্যাপী মহামারিতে পরিণত হওয়া করোনা ভাইরাসকে সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ থেকে এ নির্দেশ দেয়া হয়।
Leave a Reply