আল সামাদ রুবেলঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। ত্রিশ লাখ মানুষের জীবন ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের ভয়াবহতার এবং সেই সময়ে মানুষের দুর্ভোগ ও শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়াবার ইতিহাস বর্তমান প্রজন্মকে জানানোর প্রয়াসে এ নাটক। দেশপ্রেমিক মানুষ জীবনকে তুচ্ছ করে দেশমাতৃকাকে মুক্ত করার দৃঢ়প্রত্যয়ে পাকিস্তানি বাহিনী’র নিষ্ঠুর ও নির্মম নির্যাতন সহ্য করেছে, যা বাস্তবরূপ লাভ করবে এই নাটকে। নতুন প্রজন্ম যারা যুদ্ধের ভয়াবহতা দেখেনি এ নাটক দেখে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের সাথে পরিচিত হতে পারবে এবং দেশমাতৃকাকে আরও গভীরভাবে উপলব্ধি করবে। এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঃ শাহীন, খোকন, শুভ্র, লিটু,আসাদ,জুয়েল, মিঠু, তৌহিদ, রানু,রোজী, ইভা,সহিফা, ইয়াংফা,শাহাদাত, ফরিদ, রবি, নাবিল, ইব্রাহিম, এলহাম,নিলয়, আমীর, লিখন,সাজ্জাদ, তানভীর, সায়মন, হাবিবসহ প্রমুখ। আগামী ৩১ ডিসেম্বর ২০২২ রোজ শনিবার সন্ধ্যা ৭.টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে খেয়ালী’র নাটক ” কদমতলী আর্মি ক্যাম্প “
Leave a Reply