রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

হইবে তুমিজীবন সায়াহ্নে কবিতা শুনিয়া অস্থির

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮.২৮ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

সাংবাদিক মোঃ শহিদুল ইসলামঃ

হইবে তুমিজীবন সায়াহ্নে কবিতা শুনিয়া অস্থির।

অন্তিমে তোমার থাকিবেনা কেহ মুছিতে ছোখের পানি।
হেলায় কাটাইয়াছো জীবনের সময় তোমার,
ঘুরিয়াছো জীবন জুড়ে বহু মেলা,
টানিয়াছো ছোট্ট জীবনে স্রোতের বিপরীতে তুমি শত কোটি অন্যায়ের ভেলা।
এক হতে লাখো কোটি প্রাণে করিয়াছো তুমি বহু আঘাত-প্রতিঘাত
হিংসাতে ভরপুর হইয়া মিলায়েছো শয়তানের সাথে হাতে হাত।
সময়ের ব্যবধানে কেয়ামতের আলাপনে সময়কে নাও সাজিয়ে,
পরিবর্তনের অঙ্গীকার নিয়া আলোর পথে আসো সত্যের সুর বাজিয়ে।

আর্তনাদ বঞ্চনার স্বীকার আর ক্রন্দনরত মানুষের কাছে যাও,
জিজ্ঞাসা করো দুঃখ কি তাদের কেন বারে বারে কষ্ট পাও।
কোন কারণে মজলুমের দু’নয়নে আজ সৃষ্টি হলো ক্রন্দনের,
আল্লাহকে হাজীর নাজির মানিয়া তুমি তবে কান্ডারী হও তাদের।
ভরপুর হইবে মানুষ তোমার পানে উড়াইবে জয় ধ্বনী,
লাখো প্রাণে উচ্ছলিত হইবে তথা মুখে থাকিবে কোরআনের বাণী।

যেখানে যাইবে সর্বদা তুমি থাকিবা পাশে হত দরিদ্র আর মজলুমের,
সত্যের লাগাম টানিয়া ধরিবে আপোষ হইবে না সাথে অন্যায়ের।

বিচারের মাঝে কভু মাথা নত করিবে না সত্যের বিপরীত বাঁকে,
তোমার বিচারে যেন খুঁজিয়া পায় মানুষ মোহাম্মদ (সঃ) এর শিক্ষাটাকে।

তওবা করিয়া তুমি লুটিয়া পর মহান মহিমার দরবারে,
এমন ভাবে চাহিবে মাফ যেন সুখে থাকিতে পার পরপারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com