আল সামাদ রুবেলঃ ২৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতা। ইতিমধ্যে চলচ্চিত্রের মুক্তির তারিখ নিশ্চিত করেছেন ছবির পরিচালক প্রদীপ ঘোষ। বিস্তারিত জানাতে আগামী ২০ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছবির পরিচালক।
২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’। এর আগে সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু করেছে টিম প্রীতিলতা। গত ২ নভেম্বর চট্টগ্রাম থেকে সিনেমার প্রচারণা শুরু করেছেন সংশ্নিষ্টরা। ঢাকার ইডেন মহিলা কলেজে ৬ নভেম্বর প্রচারে আসেন চলচ্চিত্রের কলাকুশলীরা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন,আমাদের ইচ্ছে ছিলো ১৮ নভেম্বররের মধ্যে ছবিটি দর্শকের সামনে নিয়ে আসার। সরকারি অনুদান সহায়তাপ্রাপ্ত চলচ্চিত্র হবার কারণে বেশ কিছু প্রকৃয়া সম্পন্ন করে রিলিজ দিতে আমাদের কিছুটা সময় বেশি লাগছে। মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি চলচ্চিত্রের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। সব মিলিয়ে আমরা ২৫ নভেম্বর মুক্তির দিন নিশ্চিত করেছি।
তিনি আরো বলেন, আগামী ২০ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করবো গণমাধ্যমের কাছে।
ইতিমধ্যে আমরা ছবিটির একটি গান প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার। বীরকন্যা চলচ্চিত্রের ৫টি গান সন্নিবেশিত হয়েছে যার প্রথম গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে। শিরোনাম দেয়া হয়েছে পরাধীনতার শৃংখল ।
বৃটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে বীরকন্যা প্রীতিলতা। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শহীদ রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামানিক, সূর্যকাসেন সূর্য সেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।
Leave a Reply