আল সামাদ রুবেল,প্রতিবেদকঃ সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ে ফটোগ্রাফি বেশ জনপ্রিয় একটি পেশা। অনেকেই ঝুঁকছেন জনপ্রিয় এই পেশার দিকে। এই সময়ের তরুণ প্রতিভাবান ফটোগ্রাফার আলী হাসান। ফটোগ্রাফিই তার একমাত্র ধ্যান-জ্ঞান ।
এই নিয়ে কথা হয় জনপ্রিয় এই ফটোগ্রাফারের সাথে- সময়ের উদিয়মান এই ফটোগ্রাফার বলেন, বিশ্বাস করেন ফটোগ্রাফি দিয়ে অনেক কিছু করা সম্ভব। নিঃসন্দেহে ফটোগ্রাফির মাধ্যমে শৈল্পিক কাজের অনেক সুযোগ থাকে। একমাত্র ফটোগ্রাফির মাধ্যমে ফ্রেমে ফ্রেমে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ফুটিয়ে তোলা সম্ভব। এই শৈল্পিক কাজের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই। আমার সৃষ্টিশীলতার মাধ্যমে মানুষ আমাকে মনে রাখবে এবং আমার কাজের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই।
ফটোগ্রাফি নিয়েই আমার সব স্বপ্ন ও ধ্যান জ্ঞান।
পেশাদারি ফটোগ্রাফিতে তিন বছরের ক্যারিয়ারে আলি হাসান কাজ করেছেন অনেক তারকাশিল্পীর সাথে। তার ক্যামেরার ফ্রেমের নান্দনিকতায় শিল্পের সুষমা ছড়িয়েছেন আলোকচিত্রের ভুবনে। ক্যামেরার নিপুন শিল্পী হিসেবে শৈল্পিকতার ছাপ রাখায় অর্জন করেছেন অনেক সম্মাননা ও পুরস্কার। ক্যামেরার ফ্রেমে নিজের স্বপ্ন বুননের জন্য সেই শৈশব থেকেই কাজ করে যাচ্ছেন চার ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ আলী হাসান। ফটোগ্রাফি দিয়েই স্বপ্নের স্বর্ণালী সোপানে নিজের ক্যারিয়ারকে উন্নীত করতে চান ক্যামেরার কারিগর আলী হাসান।
Leave a Reply