বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য সহ গ্রেফতার ৫ যুক্তরাষ্ট্রের ব্রিজ দুর্ঘটনার মধ্যে যে ৭টি সবচেয়ে আলোচিত লেবাননে ইসরাইলি বিমান আক্রমণের জবাবে ইসরাইলে হেজবুল্লাহর রকেট হামলা আসক ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন কাউখালীতে সার্বজনীন পেনশন বিষয় উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউখালীতে স্বাধীনতা কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কাউখালীতে এসএসিপি প্রকল্পের আওতায় বারি চিনা বাদাম ৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত রমজান উপলক্ষে পিরোজপুরে নিন্ম আয়ের মানুষের মাঝে সল্পমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু

রাজশাহীতে পঞ্চম মূকাভিনয় উৎসব

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩.৩১ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো মূকাভিনয়ম্ সংগঠনের পঞ্চম বার্ষিক উদযাপন ও মূকাভিনয় উৎসব। সংস্কৃতায়নের আয়োজনে ড. আমির জামানের সভাপতিত্বে ও সুখন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪ টায়। এতে বাণী ও বক্তব্য রাখেন নাট্যজন মলয় ভৌমিক। তিনি বলেন, “রাজশাহী বিভাগে বিশবিদ্যালয় স্থাপনের পর থেকে নাটকের কাজে মূকাভিনয়ের ব্যবহার হলেও কখনো পূর্ণ দল গঠিত হয়ে চর্চিত হয়নি, সংস্কৃতায়ন সে কাজ শুরু করেছে মূকাভিনয়ম্ প্রতিষ্ঠা ও তার চর্চায় পৃষ্ঠপোষকতা দেয়ার মাধ্যমে। মূকাভিনয়ম্ গত ৪-৬ নভেম্বর ২০২২ পর্যন্ত তিন দিন যে কর্মশালা আয়োজন করেছিল তার থেকে উঠে আসে বেশ কিছু কর্মী যারা বিভিন্ন দলের। তাদের দল থেকে অংশগ্রহণের সুফল আজকের এই মূকাভিনয় উৎসব। ” তিনি উৎসব ও এতে অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন। তারপর শুরু হয় মূকাভিনয় প্রযোজনা। ভোর হলো, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন (রুডা), মূকাভিনয়ম্ তিনটি দল পরপর ‘কাঠুরিয়া ও জলপরী’, ‘জীবন সংগ্রাম ‘, এবং ‘ ঘটনা- দূর্ঘটনা’ নামে তিনটি মূকাভিনয় প্রযোজনা পরিবেশন করে। রাজশাহীতে এমন আয়োজন দর্শকগণ বেশ তন্ময় হয়ে উপভোগ করেন। প্রদর্শনীর শেষে দলের শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক, আহ্বায়ক ড. আমির জামান ও সদস্য ড. এ কে এম আরিফুল ইসলাম। ড. আমির জামান বলেন, “রাজশাহীতে যে যাত্রা আজ থেকে শুরু হলো তা আগামী সময়ে আরও গতিশীল করতে আমরা বদ্ধপরিকর। প্রতিশ্রুতিশীল মূকাভিনয় শিল্পী নির্মাণ এখন সময়ের দাবি।” বিচিত্র এ আয়োজন দর্শক মনে মুগ্ধতা ছড়ালেও উৎসবের আয়োজক, সঞ্চালক সুখন সরকার বলেন, আমরা এখানেই থেমে যেতে চাইনা। নাট্যকলা বিভাগের বাইরে মূকাভিনয়কে নিয়ে আসা দায়িত্ব শেষ বলে মনে করছি না। উত্তর- পশ্চিম অঞ্চলে তথা রাজশাহী ও রংপুর বিভাগের সর্বত্র নিয়মিত চর্চা নিশ্চিত করতে চাই। ” আদি এ শিল্প আঙ্গিক যেন নতুন চমকে উপস্থিত হয়েছিল এই উৎসবে। এতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ড. অমিত কুমার দত্ত, আব্দুস সালাম জীবন, ড. আলতাফ হোসেন, সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর, প্রাক্তন সংস্কৃতিকর্মী, লালু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com