শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হারুন-শাকিল জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান বিশ্বকাপ -২০২৬ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন বাড়ল স্বর্ণের দাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন: সায়েদুর রহমান সেনাকুঞ্জে অধ্যাপক ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময় নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের অভিযানের নামে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের  অভিযোগ  পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

জয়ী হলেন যারা জেলা পরিষদে নির্বাচনে

  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৬.৩৭ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে

দেশের ৫৭ জেলা পরিষদ ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ইভিএমে শুরু হওয়া ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। কারচুপি কিংবা হট্টগোল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে ছিল। গণনার পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করেছে।

পঞ্চগড়

পঞ্চগড়ে আব্দুল হান্নান শেখ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চশমা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি ২৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমান। তিনি ২৩১ ভোট পেয়েছেন।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তেঁতুলিয়া উপজেলায় আলমগীর হোসেন, সদর উপজেলায় রুবেল ইসলাম, আটোয়ারী উপজেলায় বাবু কমলেশ চন্দ্র ঘোষ, দেবীগঞ্জ উপজেলায় আক্তার হোসেন নিউটন এবং বোদা উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুর রহমান।

দুটি সংরক্ষিত মহিলা  আসনে আক্তারুন্নাহার সাকি এবং তানজিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর

মেহেরপুর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিদ্রোহী প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলকে ৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

আজ দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল সালাম (কাপ-পিরিচ) প্রতীকে ভোট পেয়েছেন ১৭৬। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল (আনারস) পেয়েছেন ১১৫ ভোট।

এ নির্বাচনে তিনটি উপজেলায় তিনটি ভোট কেন্দ্রে ২৯৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোট পোল হয়েছে।

আব্দুস সালাম কাপ-পিরিচ প্রতীকে ১৭৬ ভোটের মধ্যে সদর ভোট কেন্দ্রে ৫৬ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৮৪ ভোট এবং মুজিবনগর কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছেন।

একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম রসুল আনারস প্রতীকে ১১৫ ভোটের মধ্যে মেহেরপুর সদর ভোট কেন্দ্রে ৪৮ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৪৮ এবং মুজিবনগর ভোট কেন্দ্রে ১৯ ভোট পেয়েছেন।

এদিকে সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মেহেরপুর-মুজিবনগর) শামীম আরা হিরা বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ২নং ওয়ার্ডে (গাংনী) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন শাহানা ইসলাম শান্তনা। সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মুজিবনগর) আজিমুল বারী মুকুল, ২নং ওয়ার্ডে (মেহেরপুর সদর) ইমতিয়াজ হোসেন মিরন এবং ৩নং ওয়ার্ডে (গাংনী) মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

মেহেরপুর জেলার ২০টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও ৩টি উপজেলা পরিষদ মিলে মোট ভোটারের সংখ্যা ২৯৫ জন। এর মধ্যে দুই জন ভোটার মৃত্যুবরণ করেছেন। শতভাগ ভোট পোল হলেও সদরে চেয়ারম্যান পদে ২টি ভোট বাতিল হয়েছে।

মাগুরা

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পংকজ কুমার কুণ্ডু বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলাম জানান, বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পংকজ কুমার কুণ্ডু পেয়েছেন ৩৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরীয়াতুল্লাহ হোসেন মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩০ ভোট।

সদর, শ্রীপুর, শালিখা, ও মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।  নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, পুরুষ সদস্য পদে ২০ জন ও মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মাদারীপুর

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী। তবে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রাজৈর উপজেলায় সাধারণ সদস্য পদে মামলা সংক্রান্ত ঝামেলায় নির্বাচন স্থগিত রয়েছে।

সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হলেন মাদারীপুর সদর উপজেলায় সদস্য পদে মহিউদ্দিন খান নাঈম, কালকিনি উপজেলায় রফিকুল ইসলাম, ডাসার উপজেলায় মীর মামুন, শিবচর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইলিয়াস পাশা।

এছাড়া সংরক্ষিত সাধারণ সদস্য পদে সদর, কালকিনি ও ডাসার উপজেলায় হয়েছেন মোসা. রোকসানা পারভীন ও শিবচর-রাজৈর উপজেলায় আয়শা সিদ্দিকা মুন্নী।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থী মুনীর চৌধুরী নির্বাচিত হন। এছাড়া সদর উপজেলায় সদস্য পদে ২ জন, কালকিনিতে ২, ডাসার ৪, রাজৈর ২, শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মো. ইলিয়াস হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর উপজেলা থেকে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে রাজৈর উপজেলায় সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে।

সাতক্ষীরা 

সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম ১৬১ ভোটে জয়লাভ করেছেন।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবীর বলেন, ভোট গণনা শেষে ১ হাজার ৫৯টি ভোটের মধ্যে নজরুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুল্লাহ চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৭ ভোট।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরার সাতটি উপজেলায় ১২টি কেন্দ্রে  ইভিএম মেশিনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। ১ হাজার ৫৯ জন ভোটারের মধ্যে মাত্র একজন ভোট দানে বিরত থাকেন।

তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫৯ জন, যারমধ্যে প্রদত্ত ভোটারের সংখ্যা ১ হাজার ৫৫ জন।
সুনামগঞ্জ 

হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৬১২ ভোট।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।

সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৭৯ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৫৩ ভোট। দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪০ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৭৯ ভোট। দিরাই উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪৮ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৮৪ ভোট।

শাল্লা উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ২৫ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ২৮ ভোট। জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪৪ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৩৭ ভোট। বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪৩ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ২৫ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৫৫ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৫১ ভোট।

মধ্যনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৩৭ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ১৫ ভোট। তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৫১ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৪৩ ভোট। ছাতক উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৬০ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ১২০ ভোট। জগন্নাথপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৮৯ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ২৯ ভোট। ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪১ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ৪০ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২টি কেন্দ্রের ২৪টি বুথে ভোটার ছিলেন ১ হাজার ২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, সারা জেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করছে র‌্যাব, বিজিবি। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজশাহী

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।

আজ বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সভা কক্ষে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল তালগাছ প্রতীকে ৭ ও আফজাল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন  ৪ ভোট।

জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রের ১৮টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার মোট ৫১ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নেন। এরমধ্যে চেয়ারম্যান পদে চারজন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১৭ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে রয়েছে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  এ নির্বাচনে সিটি মেয়র, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলরসহ ১ হাজার ১১৮৫ জন জনপ্রতিনিধির মধ্যে ১ হাজার ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

খুলনা

খুলনা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩৬ ভোট। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার সোমবার বিকেলে তার কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।

অপর ২ প্রার্থী আওয়ামী লীগের সাবেক নেতা এস এম মোর্ত্তজা রশিদী দারা ৪০৩ ভোট ও ডা. শেখ বাহারুল আলম ৩৭ ভোট পেয়েছেন। মোট ৯৭৮ জন ভোটারের মধ্যে ৯৭৭ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে।

ফরিদপুর 

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহাদাৎ হোসেন। তিনি ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন পান ৫৪০ ভোট।

সোমবার (১৭ অক্টোবর)  সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ভোটার ছিলেন ১ হাজার ১৮১ জন। ভোট কাস্ট হয় ১ হাজার ১৬৭টি। চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, নির্বাচনকে ঘিরে র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির চার স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জুডিশিয়াল স্ট্রাইকিং ফোর্স কাজ করে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

কুড়িগ্রাম

এবারের নির্বাচনে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলী।

সোমবার (১৭ অক্টোবর) জেলায় সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ হয়। এবারে জেলার মোট নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত নারী সদস্য পদের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ প্রার্থী। নয় উপজেলার নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৩ জন।

নড়াইল 

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস আনারস প্রতীকে ২৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকে সৈয়দ ফয়জুর আমীর লিটু ১৭৮ ভোট এবং অপর বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের শেখ মো. সুলতান মাহমুদ পেয়েছেন ১১৩ ভোট।

নির্বাচনে সংরক্ষিত ১ আসনে শাহিনুর আক্তার রুমা এবং এবং সংরক্ষিত ০২ হতে নির্বাচিত হয়েছেন জেসমিন নাহার।

এছাড়া ৩ উপজেলার ৩ জন নির্বাচিত সদস্য হলেন নড়াইল সদরে খোকন সাহা, লোহাগড়া থেকে  শামসুল আলম কচি এবং কালিয়া থেকে খান শাহিন সাজ্জাদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৩  উপজেলায় ৪টি ভোট কেন্দ্রে ৫৫২ জন ভোটার ভোট প্রদান করেন। এরমধ্যে একটি ভোট নষ্ট হলে ৫৫১টি ভোট গণনায় ফলাফল তৈরি হয়।

এদিকে সকালে ভোট শুরু হবার পরে বিছালী ইউপি চেয়ারম্যান ১৩ জন ভোটারসহ শিল্পকলা একাডেমির ভোট কক্ষে প্রবেশ করে অন্য ভোটারদের ভোট প্রদানে হস্তক্ষেপ করেন। এসকল বিষয় সাংবাদিকদের নজরে আসলে পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশের উপর হুমকি দেন, পরে বের হবার সময় সাংবাদিকের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে ভোট পর্যবেক্ষণ করবে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিকেরা পুলিশ সুপার সাদিরা খাতুন এর বক্তব্য জানতে চাইলে তিনি দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি জানান, এমন ঘটনা আর ঘটবে না। এরপর ঘটলে সাংবাদিকরা যেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করেন।

 ব্রাহ্মণবাড়িয়া 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮২২ ভোট। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিকুল আলম এমএসসি মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৩ ভোট। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৬৯ ভোট বেশি পেয়ে আল মামুন সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ৯টি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত ফলাফল ও পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলায় আল মামুন সরকার পান ৭১ ভোট ও শফিকুল আলম ৯৬ ভোট, সরাইলে আল মামুন সরকার ৫০ ও শফিকুল আলম ৬৯ ভোট, সদর উপজেলায় আল মামুন সরকার ৭৪ ও শফিকুল ৮৮ ভোট, বিজয়নগরে আল মামুন সরকার ৬৯ ও শফিকুল ৬৩ ভোট, আশুগঞ্জে আল মামুন সরকার ৭০ ও শফিকুল ৩৬ ভোট, আখাউড়ায় আল মামুন সরকার ৬৮ ও শফিকুল ১২ ভোট, কসবায় আল মামুন সরকার ৯৮ ও শফিকুল ৪৬ ভোট, নবীনগরে আল মামুন সরকার ১৮৬ ও শফিকুল ৯৭ ভোট এবং বাঞ্ছারামপুর উপজেলায় আল মামুন সরকার পেয়েছেন ১৩৬ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ৪৬ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার ৯টি ভোট কেন্দ্রের প্রতিটিতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করে।

দিনাজপুর 

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। নির্বাচনের ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছে।

এই নির্বাচনে আনারস প্রতীকে আলহাজ দেলোয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ১৬২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট এবং আওয়ামীলীগ নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬ ভোট।

এই নির্বাচনে ১ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক নির্বাচনের ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।

শেরপুর

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নির্বাচনের ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। নির্বাচনে বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর রুমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট  পেয়েছেন ৫৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতিকে পেয়েছেন ১৮৭ ভোট। আরেক প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতিকে পেয়েছেন ৬ ভোট।

এর আগে সোমবার সকাল নয়টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একটানা দুপুর ২টা পর্যন্ত। জেলার ৫টি উপজেলা পরিষদ মিলনায়তনে ১০টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টহলে ছিলেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সশস্ত্র পুলিশ ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল। জেলায় ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে মোট ভোটার ছিল ৭৪৩ জন।

নাটোর

নাটোর জেলা পরিষদ নির্বাচনে পুনঃনির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. সাজেদুর রহমান খাঁন।

সোমবার (১৭ অক্টোবর)  সকাল ৯ টা থেকে টানা দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে গণনায় দেখা যায় তাঁর প্রাপ্তভোট ৫৪০।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত ড. নূরন্নবী মৃধা পেয়েছেন ২৪৭ ভোট।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. সাজেদুর রহমান খাঁন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুন্নবী মৃধার চেয়ে ২৯৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com