নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ মহানগরীর একটি ব্যস্ততম সড়ক কেওয়াটখালি- দীঘারকান্দা বাইপাস। নগরীকে যানযটমুক্ত রাখতে এই সড়ক ব্যবহার বাস- ট্টাকসহ অসংখ্য যানবাহন প্রতিদিন শেরপুর, নেত্রকেনাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে।
তবে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কার ও মেরামতের অভাবে ব্যস্ততম সড়কটিতে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি জমে এসব খানাখন্দ কাঁদা-জলে একাকার হয়ে থাকে। এতে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। আহতও হচ্ছেন অনেক। দিনভর সৃষ্টি হয় যানজটের। ফলে ঝুঁকি আর দুর্ভোগ নিয়ে এই বাইপাসে চলতে হয় দূরপাল্লার যাত্রী আর যানবাহনকে। এরমধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ছোট-বড় খানাখন্দে পানি জমে সড়কটি আরও বিপজ্জনক হয়ে পড়ে। প্রায়ই গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। আহতও হচ্ছেন অনেকে।
পরিবহন চালকরা জানান, ময়মনসিংহের শেরপুর, হালুয়াঘাট, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে রাজধানীমুখী দূরপাল্লার যানবাহনসহ পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনকে কেওয়াটখালি-দীঘারকান্দার তিন কিলোমিটার বাইপাস সড়ক ব্যবহার করতে হয়। দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কার না হওয়ায় বাইপাস সড়কটি বেহাল হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের। সড়কের সিলকোট ও কার্পেটিং উঠে ইট-সুরকি বের হয়ে পড়েছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক কামরুল ইসলাম বলেন, ছোট-বড় খানাখন্দে পড়ে গাড়ির পাতি ভেঙে যাচ্ছে। কাঁদা-জলে উল্টে পড়ে আরোহীরা আহত হচ্ছেন। দুর্ঘটনা ছাড়াও খানাখন্দের কারণে প্রতিদিন এই সড়কে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজটের। এ সময় দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির সীমা থাকে না। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় তাদের।
অনেক সময় যানজট বাইপাস ছেড়ে নগরীর দীঘারকান্দা, মাসকান্দা, চরপাড়া, পাদ্রী মিশন রোড হয়ে পাটগুদাম ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে পুরো নগরীতে সৃষ্টি হয় অচলাবস্থার। দীঘারকান্দা মোড়ে আরসিসি ঢালাইয়ের কাজ এই অবস্থাকে আরও অসহনীয় করে তুলেছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে। ভুক্তভোগী চালক ও যাত্রীদের দাবি বিকল্প ব্যবস্থা রেখে দ্রুত যেন উন্নয়ন কাজ শেষ করা হয়।
ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম বলেন, কেওয়াটখালি থেকে দীঘারকান্দা বাইপাস মোড় পর্যন্ত সড়কটির অবস্থা খুবই বেহাল। খানাখন্দের কারণে যানচালক এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত উন্নয়ন ও সংস্কার কাজ শেষ করার দাবি জানান তিনি।
ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, বাইপাস সড়কের তিন কিলোমিটার মেরামতে টেন্ডারের পর ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। পিরিয়ডিক মেইন্টেন্যাস প্রকল্পের (পিএমপি) আওতায় ২০ কোটি টাকা ব্যয়ে মেরামত কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। এ সময় উন্নয়ন কাজের জন্য দূরপাল্লার যাত্রীদের কিছুটা দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ করেছেন সড়ক বিভাগের এই প্রকৌশলী।
Leave a Reply