মুহম্মদ আবুল বাশারঃ-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ মাহে রমজানের সম্মানার্থে উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে অসহায় গরীবদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী তুলেদেন।মঙ্গলবার ইউএনও এরশাদুল আহমেদ দিন দুপুরে ঘুরে যখন দেখেন একজন রহিমা বা করিমুন নেসা যখন বলে,বাবা সাহরির সময়ে একটু মুড়ি খেয়ে রোযা রাখছি,তখন নিজেকে খুব অসহায় মনে হয়।এছাড়াও যখন ৭৫ বছরের কোন বয়স্ক মানুষ বলে,বাবা কেউ দিলে ইফতার করতে পারি,তখন নিজেকে কাছে খারাপ লাগে। কেউ যখন লাঠি ভর করে হেঁটে এসে বলে,বাবা ছেলেরা নিজেরা খেতে পারেনা,তখন চোখে পানি ধরে রাখতে পারিনা।আর লুকিয়ে রাখবো বা কোথায় জায়গাতো নাই।ইউএনও এরশাদুল আহমেদ বলেন আসলে মানুষ কত অসহায় প্রায় সাড়ে তিন ঘন্টা ঘুরে ঘুরে এবং যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন লোকজন আমাকে অবিহত করে সহায়তা করার জন্য। কাছে যেতে না পারি অন্তত, পবিত্র মাহে রমজান উপলক্ষে এ সকল অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘব করার জন্য “ইফতার সামগ্রী উপহার” হিসেবে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ হতে হাতে তুলে দিতে পেরেছি।মহান আল্লাহ পাক আমাদের সহায় হোন।এব্যাপারে আবদুল করিম নামের ব্যক্তি বলেন ইউএনও এরশাদুল আহমেদ একজন সৎ-দক্ষ কর্মট অফিসার হিসেবে উনার সফলতা কামনা করছি।
Leave a Reply