রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১.০৬ এএম
  • ১০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)ময়মনসিংহ এর সহযোগিতায় বুধবার (২৮ সেপ্টেম্বর /২০২২) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী।

সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ, শেখ মো: শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার, ময়মনসিংহ, সনাক-ময়মনসিংহ এর সদস্য শরীফুজ্জামান পরাগ, সনাক সহ-সভাপতি তসলিম উদ্দিন আহম্মদ প্রমূখ। আলোচনা সভার শুরুতেই তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হয়। তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতার জন্য উপস্থাপনাটি করেন জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এর সহকারি কমিশনার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম।

সভায় টিআইবি’র ধারণাপত্রে উল্লেখিত দাবিসমূহ এবং সনাক-টিআইবি পরিচালিত ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ সম্পর্কিত একটি প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাক-ময়মনসিংহ এর ইয়েস সদস্য মানসুরা মুস্তারী তারিন, লিমন চন্দ্র দে প্রমূখ। আলোচনা সভায় ময়মনসিংহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ এর সম্মানিত সনাক সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় অভিনন্দন জানানো হয়। তথ্য অধিকার দিবস আয়োজনে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষ হতে সনাক-ময়মনসিংহ টিআইবি কে ধন্যবাদ জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের। জনগণ রাষ্ট্রের মালিক, জনগণকে তথ্য প্রদানে প্রস্তুত প্রশাসন। বর্তমানে ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয় হতে দিনে দিনে পর্চা, মৌজা ম্যাপসহ সকল তথ্য খুব সহজেই পাচ্ছেন জনগণ। এটি একটি অনন্য উদ্যোগ হিসেবে সারা দেশে প্রশংসিত হচ্ছে।

এছাড়াও তিনি সকল সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ করার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়বে তথা সুশাসন নিশ্চিত হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে দুর্নীতি হ্রাস পাবে। তাই তথ্যের অধিকার প্রতিষ্ঠায় স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। জনগণকে জানাতে হবে। তাহলেই আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com