দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ রাফসান জানি অভি’র নেতৃত্বে রবিবার সন্ধ্যায় (২১ আগষ্ট) শালিহর গণহত্যা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন, পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক আশিক মাহমুদ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমন আহম্মেদ, উপ অর্থ বিষয়ক সম্পাদক রুবেল হাসান আপন, উপ শিক্ষা ও পাঠ্য চক্র বিষয়ক সম্পাদক অন্তর মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রুপু। সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা শরীফুজ্জামান সজল, তামিম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ আগস্ট পাক-হানাদার বাহিনী গৌরীপুর শালীহর গ্রামে হামলা করে নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে ও গণকবর দেয়। সেই থেকে দিনটিকে শালীহর গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়
Leave a Reply