স্বপনঃ-
*আমি গর্বিত এটা জেনেও যে আমার মা পতিতা ছিলো,কারন আমার মায়ের কিছু না থাকা সত্বেও মা আমাকে ছেড়ে যায়নি। তুমি দুর বাঘা তোমার মায়ের সব কিছু থাকা সত্বেও তোমাকে ফেলে চলে গেছে। বলো কে বেশী সুখি তুমি না আমি।
*সোনার পাল্লায় মানুষ মেফোনা। মানুষের পাল্লায় সোনা মেফোনা। তাহলে বিবেকের পাল্লা সারা দিবেনা।বিবেক যখন সারা দেয়না মানুষ তখন মানুষ থাকে না।
*মানুষ এতো বেশী রঙ্গের অধিকারী,যার থেকে বেশি কালার এখনো পৃথিবীতে তৈরি হয়নি ।
*পৃথিবীতে সময় অসময় মানুষ তোমাকে আপন বানাতে চেষ্টা করবে। শুধু মাত্র মৃত্যুই তোমাকে আপন বানাতে চিন্তা করবেনা কারন। সে তোমাকে সঙ্গে নিয়েই যাবে। যে সঙ্গে নিয়ে যায় সেই প্রকৃত আপন। এই আপন কখনো তোমাকে পর হতে দিবেনা। কারন সে তোমাকে প্রতিদিন স্মরণ করে। তুমি ভুলে থাকলে কি হবে।
*পরকীয়া কে কখনো প্রেম বলোনা। কারণ পরকীয়া তার দেহকে ও সৌন্দর্য কে ভালো বাসে। আর প্রেম যে করে সে তার প্রেমিকার মনকে ভালোবাসে হোক সে পৃথিবীর সবচাইতে কালো।
*আমার জন্মদাতা পিতা মাতা বলে ছিলো বিশ্বাস করিনি,তোমাকে ভালো বেসে ছিলাম অন্ধের মতো, যে দিন নিজের চোখে দেখলাম, তার পরই সব হারিয়ে ফেললাম।
তোমাকে অন্ধের মতো ভালো বেশে জাহান্নাম কিনে নিলাম। ধন্যবাদ,তোমার ভালোবাসা চলে গেলাম আমি, বেঁচে থাকো তুমি।
Leave a Reply