তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত পাঁচটি ইউনিয়ন পরিষদ
এর চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান।
নব-নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন,পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মো. আব্দুর রাজ্জাক,বড়বগী ইউনিয়নের মো.আলমগীর মিঞা (আলম মুন্সি),ছোটবগী ইউনিয়নের মো.তৌকিউজ্জামান (তনু), নিশানবাড়ীয়া ইউনিয়নের মো.কামরুজ্জামান বাচ্চু,সোনাকাটা ইউনিয়নের মো.ইউনুছ ফরাজী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার এস.এম সাদিক তানভীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এদিকে তালতলী উপজেলার নব-নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যরা শপখ নিয়েছেন।
বৃহস্পতিবার (৪আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের ‘সৈকত’ হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.এস.এম সাদিক তানভীর।
পঁচাকোড়ালিয়া,ছোটবগী,বড়বগী,নিশানবাড়ীয়া,সোনাকাটা ইউনিয়ন পরিষদের ২৭ জন নারী সংরক্ষিত ইউপি সদস্য ও ৮১ জন সাধারণ ইউপি সদস্যরা সবাই এ শপথ অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক মো.ফজলুল হক জোমাদ্দার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য,গত ১৫জুন পাঁচটি ইউনিয়নের ৫৮ হাজার ৫৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
Leave a Reply