ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ৪৮৫ জনের।
এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৪ জন। যার মধ্যে ঢাকার ২২২ জন, বরিশালের ৫ জন, চট্টগ্রামের ৩৮ জন, খুলনার ২৫ জন, ময়মনসিংহের ২২ জন, রাজশাহীর ৪১ ও রংপুরের ১ জন।
বৃহস্পতিবার ৮৩৭ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২১১ জন পুরুষ ও ১৪৩ জন নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ হাজার ৮২৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৯৬৭ জন।
Leave a Reply