১) মানুষকে ভুলে থাকা সহজ । কিন্তু মানুষকে ভুলে যাওয়া অনেক কঠিন-স্বপন।
২) মানুষ পৃথিবীতে নিজের তৈরি করা জিনিসের গ্যারান্টি দেয়। কিন্তুু খুদ নিজের গ্যারান্টি নাই-স্বপন।
৩) দুজন বন্ধু প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলে তোকে এগিয়ে দেই। প্রথম বন্ধু বলে কোথায় যাবে। দ্বিতীয় বন্ধু বল্লো কবরস্তান পর্যন্ত। তার চেয়ে বেশি এগিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কোন মানুষের নেই দোস্তো-স্বপন।
৪) পৃথিবীতে যে ব্যক্তি লিখে ছিলো। যে পৃথিবীর সবাই স্বার্থের পিছনে ঘুরে। সে নিজেই তার স্বার্থের জন্য লিখে ছিলো। কারন এই উক্তি যত দিন মানুষ পড়বে তত দিন তার নাম বেঁচে থাকবে- স্বপন।
৫) জীবনে কাউকে কিছু দেওয়ার পূর্বে ভেবে নিও দেওয়ার পরে পিছু ফিরে দেখো না। সেটাই তোমার জন্য মঙ্গল হবে-স্বপন।
Leave a Reply