রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

মসিক`র ১৩ কোটি টাকা ব্যয়ে ড্রনেজ নির্মান কাজের উদ্বোধন।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৭.০৫ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৪টি ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব ড্রেনসমূহের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। উদ্বোধনকৃত ড্রেনসমূহ হলোঃ পিডিবি মোড় থেকে পোল্ট্রি মোড় এবং ময়নার মোড় হয়ে বিসিক পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন, পোল্ট্রির মোড় হতে ডেইরি ফার্ম পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন, কেওয়াটখালী বাজার হতে কেন্দ্রীয় মসজিদ হয়ে বাকৃবি বাউন্ডারি ওয়াল পর্যন্ত আরসিসি ড্রেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় উদ্বোধন উপলক্ষে কেওয়াটখালী পিডিবি মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, জনমানুষের আকাঙ্ক্ষাকে প্রধান্য দিয়ে উন্নয়নের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি। করোনা, বৈশ্বিক মন্দা এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। আমরা এ চ্যালেঞ্জকে সামনে নিয়েই এগিয়ে যাবার চেষ্টা করছি।

ড্রেন উদ্বোধন প্রসঙ্গে মেয়র ইকরামূল হক টিটু বলেন, আমাদের প্রচেষ্টায় শহরের জলাবদ্ধতার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখনও যেসব ওয়ার্ডে জলাবদ্ধতা রয়েছে সেখানে আমরা ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করছি, যেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়। তিনি জানান, ১৫, ১৯, ২০, ২৫ নং ওয়ার্ডে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

এছাড়া, সড়ক ও শহর আলোকিতকরণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। উদ্বোধনকালে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com