দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি রবিদাস (৩০) গত ১১ জুলাই ২০২২ রাত সাড়ে তিনটার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, মা, ছোটবোন, দুই স্ত্রী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকাহত পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে শুক্রবার দুপুরে নিহতদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের যান বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস, কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা টিএল রবিদাস রবি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রিপন রবিদাস, সাধারন সম্পাদক হেমেন্দ্র রবিদাস, নরসিংদী জেলা শাখার সভাপতি সুসিল রবিদাস,গৌরীপুর শাখার উপদেষ্টা হিরালাল রবিদাস, বিবিসি২৪ নিউজের ময়মনসিংহ জেলা প্রতিনিধি দিলীপ কুমার দাস, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি রতন রবিদাস,সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের বিভিন্ন জেলা,উপজেলার শাখার নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ বিআডিসির পক্ষ থেকে স্বর্গীয় বিমল রবিদাসের মায়ের হাতে
চব্বিশ হাজার তিন শত টাকা হস্তান্তর করেন এবং তাদের পরিবারের জন্য বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস ও উপদেষ্টা টিএল রবিদাস রবিদাস স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে মুঠোফোনে বিনীত অনুরোধ করে বলেন নিহতদের পরিবারের জন্য দ্রুত সময়ের মধ্যে যেন সরকারি ভাতা, অনুদান ও সরকারি সুযোগ সুবিধা করে দেওয়ার হয় তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রতিশ্রুতি দেন।
এসময় নেতৃবৃন্দ শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং নিহতদের পরিবার ও এলাকাবাসী আত্মীয়-স্বজন, নেতৃবৃন্দ পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং ভজন কীর্তনের পরে বিমল রবিদাসের স্মরণে আগত শুভাকাঙ্ক্ষীদের
নিরামিষ খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply