আল সামাদ রুবেলঃ বর্তমান সময়ের ছোট পর্দার উদিয়মান তরুণ মডেল অভিনেত্রী,কুমিল্লার মেয়ে সানজিদা রিন্তু ।
ছোট বেলা থেকে স্বপ্ন দেখেন ডাঃ হবেন।ডাঃ হয়ে নিজ এলাকায় অসহায় নিপিডিত সুবিধাবঞ্চিত মানুষদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিবেন।
ডাঃ না হলে এদেশের কিংবদন্তি শাবানা,ববিতা,কবরী,শাবনুর,মৌসুমীদের মতো একজন ভালো অভিনেত্রী হবেন।যার মাধ্যমে এদেশের মানুষের মন খুব সহজে জয় করবেন।
ঐ সকল কিংবদন্তী অভিনেত্রীদের দেখে অনুপ্রানিত হয়ে চলচ্চিত্র জগতে আসেন তরুণ এই অভিনয় শিল্পী সানজিদা রিন্তু। স্বপ্ন বাসবায়নে ডাঃ না হলেও ভালো একজন অভিনেত্রী হওয়ার জন্য নিজের শ্রম মেধা দিয়ে অভিনয়ের মাধ্যমে তার দর্শকদের হৃদয় জায়গা করে নিবেন ।
অভিনয়ের গুনে নিজেকে তুলে ধরতে চান বিশ্ব ধরবারে।পারিবারিক ভাবে পড়াশুনার পাশাপাশি অভিনয় আসার জন্য বাবা মা দুইজনেই উৎসাহ উদ্দীপনা দিয়েছেন ও সার্পোট ও করেছেন। তা নহলে আজ হয়তো এতোদুর আসতেও পারতাম না।
জীবনে প্রথম ডিরেক্টর রিন্টু পারভেজ এর হাত ধরে সানজিদা রিন্তু চলচ্চিত্র জগতে আসা।টিভি পর্দায় যেমনটা দেখেন,বাস্তবেও ঠিক সে রকমই রিন্তু।
সবসময় হাসিখুশি থাকতেই পছন্দ করেন তরুন এ অভিনেত্রী ।বর্তমানে বিভিন্ন নাটক বিজ্ঞাপন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন রিন্তু।সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজেকে তুলে ধরতে চান সকলের মাঝে।
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সানজিদা রিন্তু একান্ত সাক্ষাতকারে এমন টাই জানিয়েছেন তিনি। বর্তমানে ঈদের দুটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন সাদজিদা রিন্তু।সঞ্জয় দাসের মোকলেস তুমি কার ও রিন্টু পারভেজ একক নাটক সাদাকালো বাংলা, সহ বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত সময়ে পার করছেন তিনি।
ধারাবাহিক নাটক থেকে শুরু করে একক নাটকে কাজ করে যাচ্ছেন সানজিদা।দীর্ঘদিন ধরে টিভি নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে অভিনয় করছেন সানজিদা রিন্তু।স্বল্প দিনের অভিনয়গুণে দর্শক নজর কাড়তে বেশ সানজিদা রিন্তু।
সানজিদা রিন্তুর প্রথম টিভি নাটক, চ্যানেল নাইনে প্রচারিত হয়েছে,ইন হাউজ লাভ স্টোরী,রিন্টু পারভেজ,পতিপলন,মায়ের কষ্ট,বেইমান প্রেমিক,বৌ চোর,সিরিয়াল নাটক চলো,গ্যাং অব টিকাটুলি
মাই ন্যাম ইজ ব্যাকার,সালমান মুক্তাদির,
দৌড়,ডিরেক্টর এম আই মনিরের, কানার হাট বাজার,
ধারাবাহিক নাটক,ক্যাচাল,এস এম রুবেল রানা,
সর্বশেষ নাটক,হুমায়ন কবেরীর,ঘর শশুর,সহ বেশ জনপ্রিয় অনেক নাটক।
সাম্প্রতিক সময়ে গুনী পরিচালক ভূইয়া নাসির উদ্দিন বাংলা চলচ্চিত্র “সবুজ বিপ্লব” এ চুক্তিবদ্ধ্য হয়েছেন সানজিদা রিন্তু।
বিজ্ঞাপন কাজ করেছেন,চ্যানেল আই,ইমপাল্স হসপিটাল,
অলটাইম,ছোট বেলা দেখে স্বপ্ন ছিলো পথ শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি,সমাজে পিছিয়ে পড়া মানুষ গুলো যেমন বিদ্যাশ্রম,পূর্নবাসন কেন্দ্র রংপুরের বদরগঞ্জের ,গ্লোরী আশ্রম,অটিস্টিক শিশুকে নিয়ে যখন পিছিয়ে পড়া বাংলাদেশের সমাজে বাবা-মা অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়তেন, অটিস্টিক শিশুর জীবন যেখানে ছিল নরকসম তখন তাদের পক্ষে দাঁড়ান সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের মানুষকে বুঝাতে সক্ষম হন, অটিজম স্রেফ একটা রোগ; সঠিক চিকিৎসায় যার প্রতিকার হয়। অটিজমে আক্রান্ত শিশুরা বরং বিশেষভাবে সক্ষম।
গেল কিছুদিন আগে শেখ হাসিনার কন্যা সালমা ওয়াজেদ পুতুল অটিস্টিক শিশুদের নিয়ে সরকারী সমাজ কল্যান মন্ত্রনালয়েক ডকুমেন্টারী কাজ ও করছেন সানজিদা রিন্তু।
সর্বপরি স্বপ্ন পূরনে সানজিদা রিন্তু বলেন আমার স্বপ্ন আছে যদি কখনও বড় কোনো পজিশনে যাই এদেশের পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত,পথ শিশু উন্নয়নে কাজ করবো তাদের জন্য একটা ফাউন্ডেশন করবো।ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সকল সুযোগ সুবিধা দিবো।
তাই আমি বলতে চাই সুবিধাবঞ্চিত,পথ শিশুরা তো আমাদের মতো কারো ভাই কারো ছেলে কারো নিকট আত্নীয়, আমার পাশাপাশি দেশের বিত্তবান লোক গুলো এ সুবিধাবঞ্চিত,পথ শিশু সাহায্যর এগিয়ে আশার আহ্বান ও জানাই।
Leave a Reply