আল সামাদ রুবেলঃ ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন মডেল-অভিনেতা সাব্বির আহমেদ। সারা বছর নাটক ঘিরেই এই অভিনেতার সব ব্যস্ততা। আসন্ন ঈদুল আযহায় বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সাব্বির শেষ করেছেন ‘শিকড়ের টানে’ নামের একটি একক নাটকের কাজ।
ড. পিয়ার মোহাম্মদের রচনা ও পরিচালনায় নাটকটিতে সাব্বিরের বিপরীতে আছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এছাড়াও এই নাটকের মাধ্যমে প্রথমবার অভিনয় করেছেন সাব্বিরের ভাতিজা শিশুশিল্পী শেখ ফজলে তুরজাউন সামী।
এ প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, পারিবারিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে। প্রথমবার আমার ভাইয়ের ছেলে নাটকে অভিনয় করেছে, তা আমারই সঙ্গে। সবমিলিয়ে দারুণ অনুভূতি। আশা করি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কাজী রাজু, সাজ্জাদ হোসেন, ফারজানা ছবি’সহ আরো অনেকে। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত এই নাটকটি শনিবার (৩ জুলাই) রাত ৯ টায় প্রচার হবে বলে জানা গেছে।
Leave a Reply