শত শত বিজ্ঞানী মারণাত্মক করোনা ভাইরাস বা COVID -19 ভাইরাসের ওপর গবেষণা ও দ্রুত এর একটি ভ্যাকসিন উদ্ভাবনের লক্ষ্যে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত দুদিনের আলোচনায় মিলিত হন। WHO ‘র প্রধান, টেড্রস গেব্রেহেসাস বলেছেন,এই ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজ্ঞানী সম্প্রদায়ের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয় ।আমি উৎসাহিত বোধ করছি যে, গবেষকেরা এর উৎপত্তি খুঁজতে আপ্রাণ প্রয়াস চালাচ্ছেন ।
WHO ‘র প্রধান বিজ্ঞানী, Soumya Swaminathan জানান, বর্তমানে চারটি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে ;এর একটি বা দুটি ভ্যাকসিন আগামী কয়েক মাসের মধ্যেই পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে ।
Leave a Reply