আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ
উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এলিনা শাম্মী। এরপর টিভি নাটকে অভিনয়। কিন্তু এখন সিনেমা নিয়েই ব্যস্ত তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইফতেখার শুভর ‘মুখোশ’। কাজ করেছেন শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায়ও। এ ছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত অন্য সিনোমগুলো হচ্ছে- মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘অপুর বসন্ত’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’, অপূর্ব রানার ‘জলরং’, অনন্য মামুনের ‘রেডিও’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ ও শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘সিন্ডিকেট’। সিনেমার ব্যস্ততা প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন, ‘সিনেমায় অভিনয় করা প্রত্যেক অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন পূরণ করছি এখন। প্রত্যেকটি সিনেমাতে নিজেকে চরিত্রানুযায়ী যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। সবগুলো নিয়েই আমি আশাবাদী।’ সিনেমায় ব্যস্ত হলেও নাটকেও তাকে দেখা যায়। কুরবানি ঈদের জন্য তিনি সেরনিয়াবাদ শাওনের পরিচালনায় ‘নাগরিক’ নামে নাটকের কাজ শেষ করেছেন। শিগ্গির আরটিভিতে প্রচার হবে মাহমুদ হাসান রানার পরিচালনায় ‘ঝড়ের পাখি’ নামে একটি নাটক।
Leave a Reply