সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্মার্টফোন পানিতে ভিজে গেলে যা করবেন চকবাজার ফুলতলা এখন কিশোর গ্যাংয়ের আয়ের হটস্পট, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ রামপুরায় সেনাবাহিনীর নিয়মিত অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার ফিরছে শান্তি ও নিরাপত্তা নদী বাঁচাও, চন্দ্রঘোনা বাঁচাও—সরকারের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর সাংবাদিকতা পেশায় আপোষহীন এক পথযাত্রী—স্বীকৃতি পেলেন অবশেষে,, চমেকে ভুল চিকিৎসা ও অবহেলায় সাংবাদিকের মায়ের করুণ মৃত্যু: দায়ী কারা? ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় চালক সহ অটোরিকশার ৫ জন নিহত জুলাই শহীদদের গণকবর, ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু কাল

পুলিশ প্রশাসনকে শাবি কর্তৃপক্ষের কৃতজ্ঞতা

  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১.০২ পিএম
  • ৯৬৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হওয়ায় ভর্তি কমিটি, বিশ্ববিদ্যালয় পরিবাবের সকল সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে ভুল বোঝাবুঝিকে পুঁজি করে কোনো মহল যাতে হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ রয়েছে। পরীক্ষা চলাকালীন দু-একটি সেন্টারে যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছরই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা নিয়ে থাকে। তবে প্রচলিত বিধি অনুসারে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষা কেন্দ্র প্রধানকে অবহিত করে দায়িত্ব পালনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যথাযথভাবে পালন করা হলে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হতো না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।

ভর্তি পরীক্ষার মূল কার্যপরিধির বাইরে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল মহলের সহযোগিতা কামনা করছে।

উল্লেখ্য, গত শনিবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনিরা নগরের মেজরটিলা আল আমীন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে গেলে কর্তব্যরত শিক্ষকের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এবং পুলিশ প্রশাসন সবাই সরকারের লোক। ভর্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com