ঢাকা টেস্টে শ্রীলংকার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারলো স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে টেস্ট জিততে ২৯ রানের টার্গেট পায় শ্রীলংকা।
৩ ওভারেই ২৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে শ্রীলংকা। ওপেনার ওশাদা ফার্নান্দো অপরাজিত ২১ ও অধিনায়ক দিমুথ করুনারতেœ অপরাজিত ৭ রান করেন।
এর আগে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫৮, লিটন দাস ৫২ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন। শ্রীলংকার আসিথা ফার্নান্দো ৫১ রানে ৬ উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৬৫ ও শ্রীলংকা ৫০৬ রান করেছিলো।
Leave a Reply