আজ ১২/৫/২০২২ ইং তারিখে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নেয়নে “সমলয়ে চাষাবাদ প্রযুক্তি”র আওতাধীন ৫০ একর জমিতে লাল তীর সীড লিঃ এর হাইব্রিড ” দোয়েল ” জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্ম কর্তা শাহিন আলম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবওর, লালতীর সীড লিঃ এর ডিভিশনাল ম্যানেজার জুন্নুর রহমান, রিজিওনাল ম্যানেজার মাহফুজুর রহমান, টেরিটরি ম্যানেজার মতিউর রহমান ও উক্ত ব্লকের উপসহকারী কৃষিকর্মকর্তা সুরাইয়া আক্তার এবং এলাকার কৃষকগন।
উপস্থিত অতিথিবৃন্দ ও কৃষকদের সম্মুখে ধান কর্তন করা হয় এবং মাড়াই করে মেপে দেখানো হয় যে লাল তীরের হাইব্রিড দোয়েল জাতের ধান শতাংশে এক মনের বেশী ফলন হয়েছে। ফলন দেখে উপস্থিত সকল কৃষকরা খুব খুশি এবং পরবর্তি মৌসুমে তারা সবাই এই জাতের ধান আবাদ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।
Leave a Reply