শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকাসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশে ক্রিকেট দল জিম্মি জাহাজে দস্যুরা খাবারে তৃপ্তি না পেয়ে দুম্বা নিয়ে আসতো: লক্ষ্মীপুরে ক্যাডেট আইয়ুব রায়পুর উপজেলা নির্বাচন প্রার্থীর অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাচনে সাফায়েত ভুইয়ার মতবিনিময়-মিছিল গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি বিএনপির আরও ৫ নেতাকে বহিষ্কার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ

বিটিভিতে শুরু হচ্ছে ‘হীরামন’

  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ১১.৫২ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ

বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় আলেখ্য অনুষ্ঠান ‘হীরামন’। লোককাহিনী ও লোকগাথা অবলম্বনে নির্মিত অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকগাথা অবলম্বনে নির্মিত হতো এর প্রতিটা পর্ব। বিটিভির এ ‘হীরামন’ জন্ম দিয়েছিল অনেক অভিনয়শিল্পীর। বিটিভিতে এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে ‘হীরামন’। নিজস্ব স্টুডিওতে চলছে ‘হীরামন’-এর শুটিং। নতুন এ আয়োজনে বর্তমানে শুটিং চলছে ‘রূপবান’ ও ‘ডালিম কুমারের গল্পে। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, এসএম সালাহউদ্দিন, বেলাল হোসেন, শুভাশীষ দত্ত তন্ময়। ‘রূপবান’ গল্পে অভিনয় করছেন নাইরুজ সিফাত, ইমতু রাতিশ, টুটুল চৌধুরী, কবির টুটুল, ফারজানা মিহি, তুষ্টি ও তপন হাফিজ। অন্যদিকে ডালিম কুমারের গল্পে অভিনয় করছেন এন কে মাসুক, সায়েম সামাদ, সামলি আরা সাইকা, শিশির আহমেদ, মির আহসান, এসডি তন্ময়, তাসনিম নিষাদ ও শিলা। ২৬ পর্বের এ আয়োজন প্রযোজনা করেছেন শাহজালাল সরদার শিমুল। ফ্যান্টাসি গল্পকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দৃশ্যধারণ করা হচ্ছে। ভিএফএক্স প্রযুক্তির পাশাপাশি থাকছে অটো কন্ট্রোল মোশন ট্রাকিং, মোশন ক্যাপচার, থ্রিডি ফেস ক্লোনিং ও কম্পিউটার গ্রাফিক্সের কাজ। ১০ এপ্রিল বিটিভির ঢাকা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য দেয় বিটিভি। এ আয়োজনে গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ, প্রোগ্রাম ম্যানেজার (প্রশাসন) নূর আনোয়ার হোসেন, অনুষ্ঠান নির্বাহী (নাটক) মাহবুবা ফেরদৌসসহ হীরামনের কলাকুশলীরা।

এ সময় গণমাধ্যমটির পরিচালক জগদীশ এষ বলেন, ‘বিটিভির একটা ঐতিহ্যই হচ্ছে নাটক, যা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে দেখা হতো। আমরা সেই ঐতিহ্যের পাশাপাশি দর্শককে আবার নাটকে ফিরিয়ে আনতে চাই। দর্শককে আগের মতো বিটিভির নাটকে ফিরিয়ে আনার লক্ষ্যেই নতুন আঙ্গিকে আসতে চলেছে হীরামন। বিটিভিতে একসময় দারুণ জনপ্রিয় ছিল হীরামন। অন্যান্য অনেক অনুষ্ঠানের পাশাপাশি ভিন্ন ধারার অনুষ্ঠানটিও দর্শকের কাছাকাছি পৌঁছেছিল। এবার ফ্যান্টাসি গল্পের রিয়েল স্বাদ দিতে দৃশ্যধারণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। আশা করছি, দর্শকের কাছে নতুন এ হীরামন উপভোগ্য হবে।’

ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ বলেন, ‘বর্তমানে আমাদের সংস্কৃতি থেকে লোককাহিনীগুলো ক্রমেই হারিয়ে যেতে বসেছে। এ প্রজন্মের বেশির ভাগের কাছেই অজানা এসব প্রাচীন গল্পগাথা। সেই হারিয়ে যেতে থাকা লোকজ সংস্কৃতিকে এ প্রজন্মের দর্শকের কাছে তুলে ধরতেই ‘হীরামন’কে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে চলেছে বিটিভি। আমাদের এ সংস্কৃতির অংশকে আমরা এবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উপস্থাপন করে এ প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। তাতে বাইরের সংস্কৃতি থেকে আসা কনটেন্টের ওপর এ দেশের দর্শকের নির্ভরতা কমবে বলে আমরা মনে করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com