শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কোরআন বুঝে কোরআন মেনে জীবন পরিচালনার কারনেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ মানুষের মনে জায়গা দিয়েছেন ——সাঈদীর পুত্র শামীম সাঈদী লক্ষ্মীপুরে ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার  বিতরণ  বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে টাকা ছিনতাই লক্ষ্মীপুরে পৌর বিপনী বিতান ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত  লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মাইনুর রহমান পিরোজপুরে আলোচিত প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫ মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরাকি মিলিশিয়াদের সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা হয়েছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ৬.৪১ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা ফৌজদারী অপরাধের মামলার কারনে। এটির সাথে গণমাধ্যমের স্বাধীনতার কোন সম্পর্ক নেই।
তিনি আজ তার মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত কোন সংবাদ বা বক্তব্যের জন্য এই মামলা হয়নি। ফৌজদারি অপরাধের জন্যই এই মামলা হয়েছে।
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা বিষয়ে এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশের ৪৭ বিশিষ্টজনের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, এই ৪৭ জন বিশিষ্টজন ছাড়াও দেশে আরো হাজার হাজার বিশিষ্টজন রয়েছেন। তবে অবহেলাজনিত কোন মৃত্যুর জন্য বা মৃত্যু হওয়ার পর তা যদি লুকানোর অপচেষ্টা হয় অথবা পোস্টমর্টেম ছাড়া দাফন করা হয়, তবে তা নিশ্চয়ই অপরাধের সামিল।
তিনি বলেন, যারা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্য-মিথ্যা সব তদন্তে বেরিয়ে আসবে।
ড. হাছান আশা প্রকাশ করেন যে, যেসব বিশিষ্টজন বিবৃতি দিয়েছেন তারা আরো একটি বিবৃতি দেবেন এ ধরনের ঘটনা এবং এর সঙ্গে জড়িতদের যেন সঠিক বিচার হয়।
তিনি বলেন এই গ্রেফতারী পরোয়ানার সাথে গণমাধ্যমের স্বাধীনতার কোন সম্পর্ক নেই। এই মামলা হয়েছে ফৌজদারী অপরাধের কারণে। আর এজন্য আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। এটি সম্পূর্ণ আদালতের বিষয়।
তিনি বলেন, এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্যও তারা বিবৃতি দিয়েছিল। কিন্তু ফিলিস্তিনে যখন পাখির মতো নির্বিচারে মানুষ হত্যা করা হয়, তখন তারা কোন বিবৃতি দেয় না। কারণ তাদের বিবৃতি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তাহলে ওই সংগঠনের গ্রহণযোগ্যতা বর্তমানে কোথায় তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।
সম্প্রতি তার ভারত সফর প্রসঙ্গে হাছান বলেন, দুই দেশের শ্রোতাদের বাংলাদেশ বেতার এবং আকাশবাণী রেডিও শোনার সুযোগ করে দিতে আমি এবং ভারতের তথ্যমন্ত্রী প্রকাশ জাভাদেকার যৌথভাবে ১৪ই জানুয়ারি প্রসার ভারতী এবং বাংলাদেশ বেতারের মধ্যে স¤প্রচার কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশ বেতার এখন ভারত জুড়ে শোনা যাচ্ছে, আর আকাশবাণীও এখন বাংলাদেশে শোনা যাবে বলে তিনি জানান। তিনি বলেছিলেন, উভয় দেশের শ্রোতারা, বিশেষত ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো টেরেস্ট্রিয়ালি শুনতে সক্ষম হবেন এবং ভারতের অন্যান্য জায়গায় ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) ব্যবহারের মাধ্যমে শোনা যাবে।
হাছান বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরির বিষয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, আমি নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাত করেছি এবং এ সময় আমরা প্রতিবেশী দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়ানোর প্রতিশ্রæতি দিয়েছি।
বৈঠকে আমরা দুটি দেশের জনগণের মাঝে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের আখাউড়া এবং ভারতের আগরতলায় রেলপথ সীমান্ত যোগাযোগ ব্যবস্থা দ্রুত সমাপ্তির বিষয়ে আলোচনা করেছি বলে হাছান জানান। তিনি বলেন, সেদিন রাতেই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছি। কথোপকথনে ভারতের প্রধানমন্ত্রী আমার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com