যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনার বিষয়ে তিনি উদাসীন। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর এবং প্রায় দুই সপ্তাহ ধরে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলার পর তিনি ওই মন্তব্য করেন।
প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন রবিবার সকালে সিবিএস টেলিভিশনের ফেস দ্যা নেশান অনুষ্ঠানে বলেন ইরানকে চাপ দেওয়া হচ্ছে এবং তাদের আলোচনা করাছাড়া আর কোন পথ থাকবে না।
ইরানে রবিবার রাতে দ্বিতীয় দিনের মত সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ হয়।
ইরানের সামরিক বাহিনী প্রথমে অস্বীকার করে এবং পরে স্বীকার করে যে তারা ভুল করে ইউক্রেনের বিমানটি গুলি করে ভূপাতিত করে। বিমানের আরোহী ১৭৬ জনের সবাই নিহত হন।
Leave a Reply