রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

বিএনপি মেয়র প্রার্থী জনগণ ও ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করছেন:আতিকুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৫.৪৪ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, বিএনপি মেয়র প্রার্থী জনগণ ও ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার শুরু করছেন।
আজ সোমবার রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে থেকে চতুর্থ দিনের মতো মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ শুরুর সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেছেন তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, বিরোধী পক্ষকে বাধা দেয়ার প্রশ্নই ওঠে না। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছি। তবে, বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করছে। অতীতেও তারা মিথ্যাচার করেছে।
তিনি বলেন, আসার পথেই দেখলাম, ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চাচ্ছে, আমরা তো কোনো বাধা দেইনি। বিরোধী পক্ষ একের পর এক মিথ্যাচার করছে। আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি এবং ভোট চাচ্ছি।
সাধারণ পথচারী, ভোটার ও সকলের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের যে ধারা তা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রেখে ‘সুস্থ, সচল ও আধুনিক’ ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। প্রথমে মাদকমুক্ত ঢাকা শহর গড়ে তুলতে কাজ শুরু করব। এছাড়া সন্ত্রাস-দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ ও সচল ঢাকা গড়ার কাজ করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, গত নয় মাস যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জনগণ ও ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে ঢাকাবাসীর সার্বিক উন্নয়নে আগামী দিনে কাজ করতে চাই। উন্নয়ন চলছে, চলবে। শহরের উন্নয়ন অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেয়ার পালা। আমি আধুনিক ও ম্মার্ট সিটি গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়ে নগরবাসীর উন্নয়নে কাজ করছি।
নির্বাচিত হলে খেলার মাঠ দখলমুক্ত করা হবে জানিয়ে আতিকুল বলেন, মাঠ কারও নিজস্ব না, মাঠ আমাদের সবার জন্য হবে। আমাদের দরকার ভবিষ্যৎ প্রজন্মকে ঘর থেকে বের করে মাঠে নিয়ে আসার। যেখানে যত মাঠ আছে, তা দখলমুক্ত করবো।
নির্বাচনী গণসংযোগকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা হাবিব হাসান ও মো. নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন ও ডিএনসিসি ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী শাখাওয়াত হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচছাসেবকলীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।
এ সময় সাধারণ পথচারী, যাত্রী, রাস্তার পাশে দোকানে ভোটরদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোট চান তিনি। ওই এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগে সাধারণ নাগরিকদের মাঝে নির্বাচনী প্রচারের লিফলেট বিতরণ করে করেন আতিকুল ইসলাম।
খিলগাঁও তালতলা মাটির মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করে আবুল হোটেল, রামপুরা ঘুরে বাড্ডা এলাকার আলাতুন্নেসা মাদ্রাসা হয়ে মধ্য বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ভোট চান আতিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com