শুক্রবার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে পুনীত কুমারের। জীবন নিভলেও বিদায়বেলাতেও আলো ছড়িয়ে গেলেন দক্ষিণী নায়ক। তাঁর চক্ষুদানে জ্যোতি ফিরল চার জনের।
মরণোত্তর চক্ষুদান পুনীতের পরিবারিক ঐতিহ্য। ২০০৬ সালে মারা যান তাঁর বাবা সুপারস্টার রাজকুমার। মা পার্বতাম্মার মৃত্যু হয় ২০১৭-তে। দু’জনেই চক্ষুদান করেছেন। তাই পুনীতের মৃত্যুশোকেও হাসপাতালকে খবর দিতে দেরি করেননি ভাই রাঘবেন্দ্র। অভিনেতার চোখ জোড়া সংগ্রহের জন্য চক্ষুব্যাঙ্কে ফোন করেন তিনি।
পুনীতের দু’টি কর্নিয়া চোখের আলো ফিরিয়েছে চারজনের। শেট্টি বলেন,”আমরা কর্নিয়াকে দু’টি ভাগে ভাগ করেছি। যাঁদের চোখে অগ্রভাগে সমস্যা রয়েছে তাঁদের সামনের দিকের অংশ দেওয়া হয়েছে। পশ্চাদের সমস্যা থাকা ব্যক্তিরা পেয়েছেন পিছনের অংশ। এর আগে এমনটা করিনি। একইদিনে একজনের চোখে চার জনের চোখের জ্যোতি ফিরল।” গোটা অপারেশনে লেগেছে ৮ ঘণ্টা। ৬ জনের কর্নিয়া বিশেষজ্ঞদের দল ৩টি অপারেশন থিয়েটার সামলেছেন।
Leave a Reply