দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ ময়মনসিংহের হালুয়াঘাটে বেড়ে গেছে নির্বাচনী সংহিসতা, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি হামলা, বাড়িঘর ভাঙচুর এবং জালাও পুড়াও এর ঘটনা ঘটছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের সহিংসতা বেড়েই চলছে। নির্বাচনী এলাকায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের মোঃ আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোঃ দেলোয়ার হোসেন, নড়াইলে নৌকার প্রার্থী মোঃ সাইফুল ইসলাম, ধুরাইলে নৌকার প্রার্থী ওয়ারিছ উদ্দিন সুমন, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম লিটনসহ তাদের অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এছাড়াও সোমবার রাতে বিলডোড়া ইউনিয়নে আলিশা বাজারের পূর্বে জাফর মাষ্টারের বাড়ির সামনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের সমর্থকদের সাথে পাল্টাপাল্টি সংঘর্ষ সৃষ্টি হলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীসহ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর আশরাফুল আলমসহ তার সমর্থকদের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত ৬টি মোটারসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে গাজিরভিটা ইউনিয়নে সমুনিয়াপাড়া চৌরাস্তায় নির্বাচনী প্রচারনায় ব্যবহৃত স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেনের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে তা আমরা তাৎক্ষনিক ভাবে পুলিশ মোতায়েন করে নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় মঙ্গলবার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের একাধিক অভিযোগ থানায় দাখিল করেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে আইনশৃখলা বাহিনী কঠিন ভুমিকা পালন করবে বলেও তিনি জানান।
Leave a Reply