অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা কলামিস্ট মীর আব্দুল আলীমের পিতা সমাজসেবক ও শিক্ষানুরাগী তাজউদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। ২৩ অক্টোবর প্রেরিত শোক বিবৃতিতে প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল অদুদ, একরামুল হক লিটন গাজী, এম লোকমান হোসাঈন, যুগ্ম মহাসচিব শৈবাল আদিত্য প্রমুখ বলেছেন মীর আব্দুল আলীমের মত গুণি কলামিস্ট-এর পিতার এই চলে যাওয়া আমাদেরকে কেবল ব্যথিতই করেনি, করেছে অভিভাবক শূন্য, আমরা তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, তাজউদ্দীন আহমদ ২৩ অক্টোবর ভোর রাতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর।
Leave a Reply