রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

এনআরসি ও সিএএ-র বিরোধিতা করে মোদীর তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০, ৪.৩৮ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী কেন প্রতি পদে পাকিস্তানের কথা বলেন, এনআরসি ও সিএএ-র বিরোধিতা করে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি।  শুক্রবার সেই উত্তরবঙ্গেই বিজেপিকে টক্কর দিতে এনআরসি আর সিএএকে হাতিয়ার করে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, স্বাধীনতার ৭০ বছর পরেও ভারতবাসীকে নাগরিকত্বের পরীক্ষা দিতে হচ্ছে, এটা মানবতার লজ্জা। নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “কথায় কথায় মোদীবাবু পাকিস্তানের নাম করেন। আমরা বলি, খাবার কই? চাকরি কই? নাগরিকত্ব কই? জবাবে উনি বলেন, পাকিস্তানে চলে যাও। কেন আমরা পাকিস্তানে যাব? ভারত আমার দেশ, আমরা এখানেই থাকব। আপনি ভারতের প্রধানমন্ত্রী, নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত, যে ভারতীয়দের পাকিস্তানে পাঠাতে চান?” বস্তুত মোদী-মমতা সংঘাতের এই বাতাবরণের মধ্যেই কলকাতায় আগামী ১২ই জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে দু’জনের এক মঞ্চে উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে আমন্ত্রিত রাজ্যপাল ধনখড়, যাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মধুর নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com