ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের অবস্থানের উপর যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালায়, তার জবাবে মিলিশিয়া গ্রুপ প্রতিশোধ মূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত২৫জন প্রাণ হারায়।
কাতেইব হেজবোল্লাা ওই হুমকী দেয় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান আক্রমণের তীব্র সমালোচনা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের হামলা ইরাকী সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং তা সন্ত্রাসবাদের সামিল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রবিবার সাংবাদিকদের কাছে মন্তব্য করার সময় আমেরিকান বিমান আক্রমণের খবর নিশ্চিত করেন। তিনি বলেন আমেরিকান জঙ্গী জেট ইরাকের পশ্চিমাঞ্চলে কাতেইব হেজবোল্লাার তিনটি অবস্থানে, এবং সিরিয়ার পুর্বাঞ্চলে দুটি অবস্থানে হামলা চালায়।
এসপার ওই সব লক্ষ্যস্থলকে অস্ত্রের গুদাম এবং কম্যান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা বলে আখ্যায়িত করেন।
শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে ইরাকী সামরিক ঘাটিতে রকেট হামলার জবাবে আমেরিকা বিমান আক্রমণ চালায়। রকেট হামলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কনট্রাক্টার নিহত হন।
Leave a Reply